English

26.2 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ

- Advertisements -

নাসিম রুমি: বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় গুণে কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি আয় করেছেন মোটা অঙ্কের অর্থ। এবারো বিশ্বের সবচেয়ে ধনী অভিনয়শিল্পীদের তালিকায় উঠে এসেছে এই তারকার নাম। ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিকস এই তালিকা প্রকাশ করেছে।

এ তালিকার সবার উপরে রয়েছেন মার্কিন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের নাম। তার মোট অর্থের পরিমাণ ১.৪৯ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ‘দ্য রক’খ্যাত মার্কিন অভিনেতা ডোয়াইন জনসন। তার অর্থের পরিমাণও ১.১৯ বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন মার্কিন অভিনেতা টম ক্রুজ। যার সম্পদের পরিমাণ ৮৯১ মিলিয়ন মার্কিন ডলার। এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন ভারতের বলিউড অভিনেতা শাহরুখ খান। তার সম্পদের পরিমাণ ৮৭৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা-পরিচালক জর্জ ক্লুনি। যার সম্পদের পরিমাণ ৭৪২.৮ মিলিয়ন মার্কিন ডলার।

৬ষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে রয়েছেন মার্কিন অভিনেতা-নির্মাতা রবার্ট ডি নিরো (৭৩৫.৫ মিলিয়ন মার্কিন ডলার), মার্কিন অভিনেতা-প্রযোজক ব্র্যাড পিট (৫৯৪.২৩ মিলিয়ন মার্কিন ডলার), মার্কিন-পরিচালক জ্যাক নিকোলসন (৫৯০ মিলিয়ন মার্কিন ডলার)। নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন— বিশ্বের কোটি ভক্তের পছন্দের তারকা টম হ্যাঙ্কস (৫৭১.৯৪ মিলিয়ন মার্কিন ডলার) ও চাইনিজ অভিনেতা জ্যাকি চ্যান (৫৫৭.০৯ মিলিয়ন মার্কিন ডলার)।

শাহরুখ খান বেশ কিছু নামি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। এ তালিকায় রয়েছে আইসিআইসি, লাক্স, হুন্দাই, এয়ারটেল প্রভৃতি। প্রতিটি প্রতিষ্ঠান তাকে পারিশ্রমিক হিসেবে ৫.৫-১০ কোটি রুপি প্রদান করে থাকে। তাছাড়া এ অভিনেতার রেড চিলিস এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q7ix
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন