নাসিম রুমি: আনুষ্ঠানিকভাবে ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অস্কারজয়ী নিকোল কিডম্যান এবং কান্ট্রি মিউজিক তারকা কিথ আরবান। ন্যাশভিলের একটি আদালত মঙ্গলবার (৮ জানুয়ারি) তাদের বিবাহবিচ্ছেদের চূড়ান্ত আদেশ জারি করেছে। এতে দুই সুপারস্টার এখন আইনত অবিবাহিত।
নিকোল কিডম্যান ২০২৫ সালের সেপ্টেম্বরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।
আদালতের নথি অনুযায়ী, দম্পতি ইতোমধ্যেই সন্তানদের হেফাজত এবং যৌথ সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। তাদের দুই কিশোরী কন্যা সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৫) মূলত কিডম্যানের সঙ্গে ন্যাশভিলে থাকবেন। যদিও কিথ আরবানও নিয়মিত সময় কাটাবেন তাদের সঙ্গে।
তারকা দম্পতি উভয়েই সন্তান ও স্ত্রী-স্বামীর ভরণপোষণের দাবি ত্যাগ করেছেন এবং যৌথ সম্পত্তি সমানভাবে ভাগাভাগি করেছেন।
এই সমঝোতার মাধ্যমে তাদের বিচ্ছেদ মসৃণভাবে সম্পন্ন হয়েছে।
বলে রাখা যায়, নিকোল কিডম্যান এবং কিথ আরবান ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসে পরিচিত হন এবং ২০০৬ সালে সিডনিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
তবে কিডম্যানের জন্য এটি তার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি টম ক্রুজের সঙ্গে ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।
আর কিথ আরবানের এটি প্রথম বিবাহবিচ্ছেদ।
