জনপ্রিয় মার্কিন গায়িকা, অভিনেত্রী, নৃত্যশিল্পী জেনিফার লোপেজ সম্প্রতি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের আসরে পারফর্ম করেছেন। মঞ্চে তার সঙ্গী ছিল কলম্বিয়ার সঙ্গীতশিল্পী ও অভিনেতা মালুমা।
ওই পারফর্মেন্সের জন্য লোপেজ প্রশংসিত এবং সমালোচিত দুটিই হচ্ছেন। তার বিরুদ্ধে আরেক জনপ্রিয় শিল্পী বিয়ন্সের পারফর্মেন্স চুরির অভিযোগ উঠেছে। এ জন্য বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে তাকে।
২০১৪ সালে গ্র্যামির মঞ্চে ‘ড্রাঙ্ক ইন লাভ’ পারফর্ম করেছিলেন বিয়ন্সে। সেখানে বিয়ন্সের সাজ-পোশাক, চুলের স্টাইল, মঞ্চের আলোকসজ্জা, পারফর্মেন্সের ধরন, নাচ; প্রায় সবকিছুর মিল পাওয়া যাচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে করা লোপেজের পারফর্মেন্সে। এক সঙ্গীতপ্রেমী টুইটারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লোপেজ ভেবেছিলেন বিষয়টা কেউ খেয়াল করবে না। তাই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tefi
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন