এ প্রজন্মের নাট্যাভিনেতা সাব্বির আহমেদ বিয়ে করেছেন। গত ২৪ আগস্ট মাগুরায় পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছেন এ অভিনেতা। কনে নাসরুমা নাসির বিথীও একই জেলার মেয়ে।
বিয়ে প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই মনের মতো কাউকে পাচ্ছিলাম না, যে কারণে বিয়েও করা হয়ে উঠছিল না। সবকিছু মিলিয়ে যখন বিথীর সঙ্গে আমার পরিচয়ের পর কথা হয়, তখন তা পরিবারের সঙ্গে শেয়ার করি।’
স্ত্রী সম্পর্কে জানাতে গিয়ে সাব্বির আহমেদ বলেন, ‘পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। বিথী একজন ভালো মনের মানুষ। আমার কাজকে অনেক শ্রদ্ধা করে। আমি যেন তাকে নিয়ে সুখী হতে পারি-এ দোয়া চাই সবার কাছে।
করোনার প্রকোপ কমলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন এ অভিনেতা।
প্রসঙ্গত, গত ঈদে নাজমুল রনির ‘টু ইডিয়টস’ এবং মহিন খানের ‘ভারপ্রাপ্ত স্বামী’ নাটকে অভিনয় করেন সাব্বির আহমেদ। তবে ঈদের পর এখনো তিনি অভিনয়ে ফেরেননি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qt9u
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন