গত এক সপ্তাহ ধরে পুবাইলের বিভিন্ন লোকেশনে জসিম উদ্দিন জাকিরের ‘মায়া—দ্য লাভ’ ছবির শুটিং করছেন শবনম বুবলী। ছবিতে তাঁর তিন নায়ক—আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। সোমবার এক বাগানবাড়িতে শুটিং করার সময় হঠাৎ বুবলীর চোখ পড়ে একটি তেতুল গাছের দিকে। গাছে ডালে ডালে কাঁচা-পাকা তেতুল ঝুলছে।
সেটি দেখে আর লোভ সামলাতে পারলেন না বুবলী, এমনকি পরিচালকের কাছে আবদার করলেন তেতুল পেড়ে দিতে, অন্যথায় শুটিংয়ে মনোযোগ বসবে না।
পরিচালক বাধ্য হয়ে প্রোডাকশন বয়কে দিয়ে তেতুল পাড়ালেন। তুলে দিলেন বুবলীর হাতে। তেতুল খেয়ে তবেই বুবলী মনের মতো করে শট দিলেন।
বুবলী বলেন, ‘আমি টক খুব ভালোবাসি। আর শুটিংয়ে হঠাৎ যখন তেতুল গাছে পাকা তেতুল দেখি তখন কি আর লোভ সামলানো যায়! শুটিংয়ে মাঝেই বেশ মজা করে তেতুলগুলো খেয়েছি। ’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rk68