English

20 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

বেকায়দায় শাহিদ কাপুর

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন পর ‘খতরনাক’ অবতারে ধরা দিয়েছিলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। আর তাতেই উসকে গেল বিতর্ক! কুখ্যাত গ্যাংস্টারের ভ‚মিকায় অভিনয় করে আইনি ঝঞ্ঝাটে জড়ালেন তিনি। সদ্য মুক্তি পাওয়া ‘ও রোমিও’র প্রথম ঝলকে উন্মাদনার পারদ চড়িয়েছিলেন, আর সেই টিজার ঘিরেই আপত্তি তুলেছেন মুম্বাইয়ের একসময়কার কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার কন্যা শানোবার শেখ।

বলিউডে কানাঘুষা, ‘ও রোমিও’ ছবিতে নব্বই দশকের অন্ধকার জগতের অন্যতম গ্যাংস্টার হুসেন উস্তারার জীবন কাহিনির আঁধারে শাহিদের চরিত্র সাজিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। যার সঙ্গে দাউদ ইব্রাহিমের একেবারে সাপে-নেউলে সম্পর্ক ছিল বলে শোনা যায়। মুম্বাইয়ের আস্তাকুঁড়ে থেকে কীভাবে অন্ধকার সম্রাজ্যের দাপুটে ডন হয়ে ওঠে এই উস্তারা? শাহিদের চরিত্রের মাধ্যমে সেই নৈরাজ্যের কাহিনিই ফুটিয়ে তুলেছেন ভরদ্বাজ। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর ওয়াকিবহালমহলের অনুমান, ‘ও রোমিও’ সিনেমাটি আদতে ‘স্বপ্নাদিদি, দাউদ এবং হুসেন উস্তারা’র ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে তৈরি। আর এমন গুঞ্জন চাউড় হতেই নির্মাতাদের বিরুদ্ধে ‘আইনি চড়’ কষালেন উস্তারাকন্যা শানোবার শেখ।

বলিউড গণমাধ্যমের খবর, আইনজীবী ডিভি সরোজের মাধ্যমে ‘ও রোমিও’ নির্মাতাদের সবাইকে আইনি নোটিস ধরিয়েছেন নব্বই দশকে মুম্বাই কাঁপানো ওই কুখ্যাত গ্যাংস্টার কন্যা। জানা গেছে, পরিচালক বিশাল ভরদ্বাজ, চিত্রনাট্যকার রোহান নরুলা, প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের পাশাপাশি শাহিদ কাপুরের কাছেও আইনি চিঠি গেছে।

এমনকি ছাড়পত্র দেওয়ার জন্য সেন্সর বোর্ডকে চ্যালেঞ্জ ছুড়েও নোটিস পাঠিয়েছেন উস্তারাকন্যা শানোবার শেখ। শুধু তাই নয়, আদালতে মামলা দায়ের করার পাশাপাশি ২ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়ে বসেছেন তিনি। আদালতের কাছে শানোবারের আর্জি, অবিলম্বে এই সিনেমার প্রচার ও মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করা হোক। কিন্তু আচমকাই কেন ও রোমিও’ ছবি নিয়ে আপত্তি তুললেন তিনি।

নোটিসে উল্লেখ করা হয়েছে, প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রকাশ্যেই বলা হচ্ছে ‘ও রোমিও’ ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। উস্তারার জীবনকাহিনির আঁধারে সাজানো হয়েছে শাহিদ কাপুরের চরিত্রটি। কিন্তু এই সিনেমা তৈরিকালীন এবং তার প্রাক্কালে উস্তারার পরিবারের তরফে অনুমতি নেওয়া তো দূরঅস্ত, শানোবারের সঙ্গে কোনোরকম যোগাযোগও করেননি নির্মাতারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1bk1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন