English

26 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫
- Advertisement -

ভক্তের দেওয়া ৭২ কোটি রুপির সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

- Advertisements -

বলিউডের জনপ্রিয় তারকা সঞ্জয় দত্ত সম্প্রতি একটি আবেগঘন ঘটনার কথা প্রকাশ করেছেন- ২০১৮ সালের দিকে এক মৃত্যু পথযাত্রী ভক্ত তার নামে প্রায় ৭২ কোটি রুপির সম্পত্তি রেখে গিয়েছিলেন। তবে সেই বিপুল সম্পত্তি নিজের কাছে না রেখে ভক্তের পরিবারকে ফিরিয়ে দিয়েছিলেন সঞ্জয় দত্ত।

সঞ্জয় দত্তের এই মানবিক ও দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়েছে অনেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, ভক্ত নিশা পাটিল নামের ৬২ বছর বয়সী এক নারীর টার্মিনাল ইলনেস ধরা পড়ে। মৃত্যুর আগে তিনি ব্যাংকে নির্দেশ দেন যেন মৃত্যুর পর তার সব সম্পত্তি সঞ্জয় দত্তের নামে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিনেতাকে তার একমাত্র উত্তরাধিকারী করে গিয়েছিলেন নিশা। কিন্তু সঞ্জয় দত্ত এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে অবাক হলেও সম্পত্তি গ্রহণ না করে তা ফেরত দিয়ে দেন নিশার পরিবারের হাতে। সংক্ষেপে সঞ্জয় বলেন, আমি ওটা ফিরিয়ে দিয়েছি ওনার পরিবারের কাছেই।

২০১৮ সালে এই ঘটনা সংবাদমাধ্যমে আসতেই তা আলোচনার ঝড় তোলে। নিশা পাটিল ছিলেন সঞ্জয় দত্তের জীবনের উত্থান-পতনের একজন মুগ্ধ দর্শক। তার সংগ্রামের গল্প এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি দেখে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নিশা। এই ঘটনাটি আবারও প্রমাণ করে, ভক্তদের সম্পর্ক কতটা আবেগপূর্ণ ও গভীর হতে পারে বলিউড তারকাদের সঙ্গে।

প্রসঙ্গত, সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার—দুইই ছিল চড়াই-উতরাইয়ে ভরপুর। ‘ভাস্তব’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘খলনায়ক’, ‘সাজন’, ‘অগ্নিপথ’-এর মতো অসংখ্য সিনেমায় তিনি নিজের জাত চিনিয়েছেন। বর্তমানে সঞ্জয় দত্ত বড়পর্দায় ফিরছেন দুইটি আলোচিত সিনেমা নিয়ে—রাজনৈতিক অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর’, যেখানে তার সঙ্গে রয়েছেন রণবীর সিং, আর. মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। অন্যদিকে রয়েছে প্রভাস অভিনীত হরর-কমেডি ‘দ্য রাজা সাব’, যেখানে প্রভাস দ্বৈত চরিত্রে, সঙ্গে নিধি আগরওয়াল ও মালবিকা মোহনন। এই দুটি সিনেমা আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/psyg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন