English

30.5 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫
- Advertisement -

ভরা মজলিসে প্রেমিককে ভালোবাসা দিলেন অভিনেত্রী

- Advertisements -

আলেখা আদভানিকে বিয়ের সময় অভিনেত্রী কারিনা কাপুর খানের চাচাতো ভাই আদার জৈন জানিয়েছিলেন, তিনি বিয়ের আগে চার বছর ধরে ‘টাইম পাস’ করেছিলেন। বলিউড জানে, এই সময় তিনি অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। আদার জৈনের এ মন্তব্যে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল তারা সুতারিয়াকে।

অভিনেত্রীর মা সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। হালফিলের গুঞ্জন— সুতারিয়া ফের প্রেম খুঁজে পেয়েছেন। তবে এবার কার সঙ্গে ভালোবাসার মায়ায় জড়ালে অভিনেত্রী?

বীর পাহাড়িয়ার সঙ্গে তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন— এমন চর্চায় যখন মায়ানগরী উত্তাল, তখনই তাতে মান্যতা দিলেন তারা সুতারিয়া। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) মার্জার সরণিতে অভিনেত্রী, দর্শকাসনে বীর। ছন্দে ছন্দে পা মেলাতে মেলাতেই চর্চিত প্রেমিকের উদ্দেশে এদিন প্রকাশ্যে চুমু ছুড়লেন তিনি, যা দেখে একদিকে খুশি, অন্যদিকে নতুন করে শঙ্কিত বিনোদন দুনিয়া।

খুশির কারণ— তিক্ত অতীত ভুলে তারা সুতারিয়া ভালো আছেন, নতুন প্রেম খুঁজে পেয়েছেন। শঙ্কা এ জন্য— আবার তাকে কারও ‘টাইম পাস’ হতে হবে না তো?

এদিন সাদা অফ শোল্ডার গাউনে তারা মার্জার সরণিতে জৌলুস ছড়িয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছন্দে পা মিলিয়ে হাঁটার সময়েও নাকি তার নজর শুধুই বীরের ওপরে ছিল। বীরও একমুহূর্তের জন্য চোখ সরাননি তারার থেকে। মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময়েও তারা ঘাড় ফিরিয়ে বীরকে দেখেন। এসবই বলে দিচ্ছে, গভীর প্রেমে আছেন দুজনে।

বেশ কিছু দিন ধরেই বীর-তারা সুতারিয়া চর্চায়। দুজনে একসঙ্গে মার্জার সরণিতে হেঁটেছেন। কখনো তাদের দেখা গেছে মুম্বাইয়ের প্রথম সারির রেস্তোরাঁয় নৈশভোজ সারতে। আবার কখনো একান্তে ইতালিতে ছুটি কাটাতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cfmp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন