English

16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
- Advertisement -

ভারতীয় ক্রিকেট বোর্ডকে মিশা সওদাগরের নিন্দা

- Advertisements -
আসন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ আইপিএলের সবশেষ মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে দল পেয়েছিল মোস্তাফিজুর রহমান। প্রায় ১২ কোটি টাকায় এই কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দুই দেশের মাঝে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে শেষ পর্যন্ত ফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর।
এই ঘটনায় বিভিন্ন অঙ্গণের অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজের বাদ পড়া প্রসঙ্গসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। এমনকি সিনেমায় আসার আগে তিনি নিজেও একজন স্পোর্টসম্যান ছিলেন বলে জানান মিশা। 
মোস্তাফিজ যেখানেই খেলতে যায় সেখানেই ভালো করে উল্লেখ করে মিশা বলেন, ‘আমি ক্রিকেট খুবই পছন্দ করি। খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।’ 
ফিজকে বৈশ্বিক তারকা উল্লেখ করে অভিনেতা আরও বলেন, ‘শাহরুখ খানের দলে ও ১২ কোটি টাকায় গিয়েছিল। ও তো এখন গ্লোবাল স্টার। ওর সম্মান মানে তো আমাদের সম্মান।’ 
এছাড়া মোস্তাফিজকে এভাবে বাদ দেয়াটা খুবই বাজে রুচির পরিচয় জানিয়ে অভিনেতার ভাষ্য, ‘রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। এই মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। 
তাদের সঙ্গে আমরা কখনোই আপস করব না। যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে ওদের সঙ্গে আমাদের মেলালে হবে না, আমরা চাই ভালো মানুষ। যারা ধর্ম করবে, কর্ম করবে। বিশালাকার মানসিকতার সংস্কৃতি লালন করবে।’ 
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2xvg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন