English

26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
- Advertisement -

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

- Advertisements -

নাসিম রুমি: অবৈধ বেটিং (জুয়া) অ্যাপের বিজ্ঞাপনী প্রচার ও আর্থিক লেনদেনের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ ও বলিউডের বেশ কয়েকজন তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ভারতের জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ‘১এক্সবেট’ (1xBet) নামক একটি অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের মামলায় শুক্রবার মোট ৭ কোটি ৯৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লাখ রুপি এবং অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭ লাখ ২০ হাজার রুপির সম্পত্তি রয়েছে।

ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিংয়ের ২ কোটি ৫০ লাখ এবং রবিন উথাপ্পার ৮ লাখ ২৬ হাজার রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া বলিউডের পরিচিত মুখ উর্বশী রাউতেলার ২ কোটি ২ লাখ, সোনু সুদের ১ কোটি এবং নেহা শর্মার ১ কোটি ২৬ লাখ রুপির সম্পত্তি জব্দ করেছে ইডি। উর্বশীর সম্পত্তি তার মায়ের নামে ছিল বলে জানা গেছে।

তদন্ত ও ব্যাকগ্রাউন্ড দীর্ঘদিন ধরে চলা এই বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে নেমে এর আগে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে ডেকে কয়েক ঘণ্টা জেরা করা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে। তদন্তকারী সংস্থার দাবি, এই তারকারা সংশ্লিষ্ট অ্যাপটির প্রচারণায় অংশ নিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন, যা অবৈধ উৎস থেকে আসা অর্থ হিসেবে গণ্য হচ্ছে।

এর আগে একই মামলায় ভারতের আরও দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সাড়ে ১১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। যার মধ্যে রায়নার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল। তদন্তের ধারাবাহিকতায় এবার মিমি-অঙ্কুশসহ এই সাত তারকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pe1d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন