নাসিম রুমি: প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তো অনেক পরের কথা, বরং দ্বন্দ্ব বা সংঘাতে জড়িয়ে বেশ কয়েকধাপ এগিয়ে আছে ভারত। ইতোমধ্যে পাকিস্তান ও চীন সীমান্তে সে দেশগুলোর সঙ্গে বেশ কয়েকবার সংঘাতে জড়িয়েছে দেশটি। তাতে কমবেশি ক্ষতি হয়েছে দুই পক্ষেরই।
তবে এসব যুদ্ধ, সংঘাত কিংবা দ্বন্দ্বের পরিণাম যেমনই হোক, এসব প্রেক্ষাপটে বলিউডে নির্মাণ করা হয়েছে বহু সিনেমা, যেখানে দেখানো হয়েছে ভারতীয় সেনাদের মুন্সিয়ানা। সীমান্তে উত্তেজনা কিংবা কোনো হামলা, তা সিনেমার পর্দায় আনতে খুব বেশি সময় অপেক্ষা করে না ভারত।
বলিউডের এসব যুদ্ধ ঘরানার সিনেমা দেখে ভারতীয় দর্শকের মাঝে তৈরি হয় একটা দাপুটে মনোভাবও। বলা বাহুল্য, পর্দায় যুদ্ধে জেতার ভারতের কথিত এই গৌরব দেখে রীতিমতো হাসি ঠাট্টায় মেতে ওঠে তাদের পাশের দেশগুলোর দর্শক-নেটিজেনরা। তাদের অধিকাংশের মত এমন যে-ভারতের যুদ্ধ শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ! এবারও ভারতের সঙ্গে ঘটা সাম্প্রতিক একটি সংঘাত নিয়ে নতুন সিনেমা আনছে বলিউড।
শোনা যাচ্ছে, ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে নতুন সিনেমা। বলিউড মাধ্যম সূত্রে খবর, গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে সেই ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন অপূর্ব লাখিয়া। দুই প্রতিবেশী দেশের চাপানোতরের কাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন তিনি।
সেই গল্পে দাপুটে সেনা সদস্যের ভূমিকায় দেখা যাবে সালমানকে।
সালমান খানের সঙ্গে কথাও হয়েছে পরিচালকের। ছবির চিত্রনাট্য নিয়েও নাকি বিস্তর আলোচনা হয়েছে তাদের। সালমানের চিএনাট্যটি পছন্দ হযেছে বলে তিনি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘টিউবলাইট’ বলিউডে মুক্তি পায় ২০১৭ সালে। সেখানে দুই প্রতিবেশী দেশের যুদ্ধের আবহে এক সাধারণ নাগরিকের ভূমিকায় নজর কেড়েছিলেন ভাইজান সালমান খান। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হবে জুলাই মাসে।