নাসিম রুমি: দীর্ঘ বিরতির পর পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানকে আবার বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
সব বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘আবির গুলাল’। তবে দুঃখের বিষয় হলো, ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৯শে আগস্ট একাধিক দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবিটি প্রাথমিকভাবে ৯ই মে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই ঘটে যায় পেহেলগাম কাণ্ড। ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হওয়ায় ছবিটি মুক্তি স্থগিত হয়ে যায়।
ছবিতে ফাওয়াদের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। এই রাজনৈতিক কারণে বাণী কাপুরকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হতে হয়েছিল। যদিও তিনি এবং ফাওয়াদ উভয়ই জনসম্মুখে এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন। কিন্তু এরপরও এই ছবির মুক্তি বাধাগ্রস্ত হয়।
এই একই কারণে মুক্তির অপেক্ষায় থাকা দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দারজি ৩’ ছবিটিও বাধার মুখে পড়েছে। সেই ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তাই সেই ছবিটিও মুক্তি পায়নি।