English

27.2 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

ভালোবাসার জন্যই চিরসবুজ হয়ে আছি: আঁখি আলমগীর

- Advertisements -

নাসিম রুমি: প্রায় তিন দশকের সংগীতজীবনে জনপ্রিয়তা পেয়েছেন লাখো শ্রোতার কাছে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্যারিয়ারে যেমন পরিপক্বতা এসেছে, তেমনি অনেকের মনে প্রশ্ন,আঁখি আলমগীরের বয়স কি তবে থেমে গেছে? সম্প্রতি খুলনায় এক অনুষ্ঠানে এসে সে প্রশ্নেরই উত্তর দিলেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী আঁখি আলমগীর।

আঁখি বলেন, “মানুষ যাকে ভালোবাসে, তার সব কিছুই ভালো লাগে। আর যাকে অপছন্দ করে, তার ভালো দিকটাও চোখে পড়ে না। আমার মনে হয়, আপনারা আমাকে একটু বেশিই ভালোবাসেন। সেই ভালোবাসার কারণে আমার বয়স যে বাড়ছে, সেটা হয়তো আপনাদের চোখে ধরা পড়ে না। অথবা আপনারা যে দোকান থেকে চশমা নেন, তারা আপনাদের সঠিক পাওয়ারের চশমা দেয় না! তাই ঠিক করে দেখতে পান না। আসলে বয়স বাড়ছেই, তবে ভালোবাসা যেহেতু রয়ে গেছে অটুট, তাই আমিও চিরসবুজ হয়ে আছি।”

বর্তমানে চলচ্চিত্রের গানে কম দেখা যায় আঁখি আলমগীরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রশ্নের উত্তর একজন শিল্পীর পক্ষ থেকে দেওয়া কঠিন। এখন খুব বেশি সিনেমা তো হয় না, তার মধ্যে যে ক’টি হয়, তাও নির্দিষ্ট কয়েকজনের সঙ্গে কানেক্টেড শিল্পীদের দিয়েই কাজ করানো হয়। এতে দোষের কিছু নেই। যেমন আজ আমাকে এখানে এনেছে ইশরাত। যাকে তার ভালো লাগে, তাকেই নিয়ে এসেছে। তাই যারা যাদের সঙ্গে কানেক্টেড, তারাই সুযোগ পায়।”

তিনি আরও যোগ করেন, “আমি আজ পর্যন্ত কাউকে ফোন করে কাজ চাইনি। ৩০ বছর আগে করিনি, এখনো করবো না। আমার ব্যস্ততাও কমেনি, বরং মনে হয় আরও বেড়েছে। কারণ গানের বাইরেও এখন অনেক কিছু এক্সপ্লোর করার ইচ্ছা আছে। সারাজীবন গানের পেছনেই সময় দিয়ে ফেলেছি। এখন নিজের জন্য একটু সময় চাই,ঘুরতে চাই, দেখতে চাই। তাই গানে কিছুটা বিরতি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এখন আমার অনেক পাখনা মেলে উড়ার সময়।” যতদিন বেঁচে আছি গানের মাঝেই থাকবো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o2lf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন