English

25 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫
- Advertisement -

ভালো সাজতে পাকিস্তানের বদনাম করছেন আদনান সামি

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের গায়ক আদনান সামির পাকিস্তানের নাগরিকত্ব থাকলেও মনেপ্রাণে ভারতপ্রেমী তিনি, সেটি বোঝানোর চেষ্টা করেছেন বহুবার। পেহেলগামে হামলার পর থেকেই নিজের জন্মভূমির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন গায়ক। সেখানকার সেনাবাহিনীর বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি তিনি। ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে তার আক্রমণাত্মক পোস্ট দেখে পাক নাগরিকদের একাংশ প্রশ্ন ছোড়েন গায়কের দিকে। আর বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন আদনান সামি।

অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীর জয়গান গেয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন আদনান। সেখানে লেখা ছিল- ‘সিঁদুর থেকে তন্দুর পর্যন্ত…, জয় হিন্দ।’ এমন উত্তপ্ত আবহে দাবানল গতিতে ভাইরাল হয় পাকিস্তানকে ব্যঙ্গ করা শামির ওই পোস্ট। তার প্রেক্ষিতেই এক নেটিজেন তাকে প্রশ্ন ছোড়েন- ‘আরএসএসকে খুশি করতেই এত পাক বিরোধী পোস্ট করছেন?’ আর সেটি শেয়ার করে জবাব দেন গায়ক।

সেই নেটিজেনকে একেবারে গালাগালি দিয়ে বলেন, ‘আরএসএসকে ভুলে গিয়ে আগে নিজের… বাঁচাও।’ এখানেই অবশ্য বাকযুদ্ধ থামেনি। একের পর এক পোস্টে নিন্দুকদের পালটা জবাব দিয়েছেন আদনান সামি।

২০১৬ সালেই পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন আদনান সামি। এদেশের নাগরিকত্ব পান। এ প্রসঙ্গ উত্থাপন করেই সম্প্রতি গায়ক জানান, আমি তো অনেক আগেই জানতাম যে পাকিস্তানের সেনাবাহিনিই দেশটাকে ধ্বংস করে দিয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন