বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করেছেন ফারিয়া। সেখানে তিনি বিষণ্নতা, ট্রমা এবং অনলাইন ট্রায়ালের নির্মম বাস্তবতা নিয়ে তুলে ধরেছেন নিজের উপলব্ধি।
ফারিয়া লেখেন, ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
তিনি আরও লেখেন,আজকের দিনে, যখন একটা ভুল, একটা মুহূর্ত পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে-যখন প্রত্যেক মানুষ হয়ে ওঠে বিচারক-তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।
এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা-এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকেও গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়,”-লিখে শেষ করেন তিনি এক প্রশ্নবোধক বাক্যে:
“ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম?
বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তাঁকে দেখা যায় রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন ৩’ সিনেমায়। এরপর থেকে কোনো সিনেমার কাজ শুরু করেননি তিনি। কলকাতায় তাঁর অভিনীত একটি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।