নাসিম রুমি: ঢাকাই শোবিজে যিনি নিজেকে প্রমাণ করেছেন একাধারে অভিনেত্রী, পারফর্মার ও স্টাইল আইকন হিসেবে, তিনি হলেন নুসরাত ফারিয়া। একদিকে যেমন সিনেমায় বক্স অফিস সাফল্য নিয়ে আলোচনা, তেমনি ব্যক্তিজীবনের নানা উত্থান-পতনের মধ্যেও তিনি থেকে যান খবরের শিরোনামে। গত বছরের জুলাই আন্দোলন ঘিরে আইনি জটিলতায় জেল পর্যন্ত গিয়েছিলেন তিনি, যদিও দ্রুত জামিনে মুক্ত হয়ে ফিরে আসেন আগের মতোই স্বাভাবিক জীবনে।
আর সেই জীবনেরই একঝলক যেন সম্প্রতি দেখা গেল তার নতুন মেকওভার ভিডিওতে। মাত্র এক মিনিটের সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েই যেন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ফারিয়ার প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, প্রথম লুকে নুসরাত ফারিয়াকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে ফুটিয়ে তুলেছে দারুণভাবে।
সঙ্গে ভারী গয়নায় সেজেছেন তিনি। কপালে টিকলি, কানে ঝুমকো ধরনের ভারী দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা- সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ।
এরপর নুসরাত ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে। এই লুকে তিনি আগের চেয়ে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে। কানে ঝোলা দুল রয়েছে, তবে তা প্রথম লুকের দুলের চেয়ে ভিন্ন ধাঁচের। তার গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের দেখা যায় তার সৌন্দর্যের প্রসংসা করতে।