English

31.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
- Advertisement -

ভিন্ন সম্প্রদায়ের হওয়ায় মুম্বাইয়ে বাড়ি কিনতে পারিনি: সাইফ আলি খান

- Advertisements -

নাসিম রুমি: মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা জুহু। বিশেষ করে বলিউডে অতীত থেকে এই প্রজন্মের তারকা— প্রত্যেকের পছন্দের জায়গা এটি। ফিল্মি দুনিয়ার কমবেশি সকলেই চেষ্টা করেন, জুহুতে একটি বাড়ি বানানোর।

এই শখ সাইফ আলি খানেরও ছিল। কিন্তু বাধ সেধেছিল নাকি তার ধর্ম! তিনি ভিন্ন সম্প্রদায়ের বলে জুহুতে বাড়ি পাননি! অভিনেতা নিজের মুখেই এই কথা বলেছেন।

নিজের ওপর হামলার পর ৬ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন সাইফ। আরও কড়া হয়েছে তার নিরাপত্তা। তার মধ্যেই সম্প্রতি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল। যেখানে সাইফকে বলতে শোনা গেছে, ধর্মের কারণে কিভাবে পছন্দের এলাকায় বাড়ি কিনতে বঞ্চিত হয়েছেন তিনি।

শর্মিলা ঠাকুর-মনসুর আলি পটৌদীর বড় ছেলে সাইফ। মা-বাবার ভালোবাসায় কোনও দিন ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। অথচ আধুনিক সমাজ তাদের সন্তানকে ধর্মের বেড়াজালে বাঁধতে চেয়েছিল।

সাক্ষাৎকারে সাইফ নিজেই এই কথা স্পষ্ট করে বলেছেন। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, বিদেশে কখনও তিনি ধর্মান্ধতার শিকার হয়েছিলেন?

জবাবে নবাবপূত্র বলেন, ‘আমেরিকা-সহ বিদেশের নানা অঞ্চলে ভ্রমণ করেছি। কোথাও ধর্ম নিয়ে আমাকে কিছু বলা হয়নি। ব্যতিক্রম নিজের দেশ! মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল।’

ঘটনার ব্যাখ্যা করে জুহুতে বাড়ি না পাওয়ার ঘটনা প্রকাশ্যে আনেন সাইফ। তিনি বলেন, ‘জুহুতে বাড়ি কিনব ঠিক করেছি। নানা জায়গায় সন্ধান চালাচ্ছি। তখনই সাফ বলা হয়েছিল, আমি ভিন্ন সম্প্রদায়ের। তাই জুহুতে বাড়ি পাব না। আমাকে কেউ বাড়ি দেবেন না!’

সেদিন যথেষ্ট অপমানিত বোধ করেছিলেন সাইফ আলি খান। নবাবপুত্র এই ধরনের আচরণের সম্মুখীন হবেন, স্বপ্নেও ভাবতে পারেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n92k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন