English

21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫
- Advertisement -

ভেঙে গেছে অভিনেত্রীর সংসার, যা জানা গেল

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশের বিনোদন জগতে এক নামকরা অভিনেত্রী হিসেবে পরিচিত আফসান আরা বিন্দু সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো তিনি জানান যে, তার বিবাহিত জীবন এখন অতীত হয়ে গেছে এবং তিনি ২০২২ সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন।

২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিন্দু। তবে ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। এই বিষয়ে সম্প্রতি একটি পডকাস্টে আলোচনা করতে গিয়ে বিন্দু বলেন, আমার সংসারের জার্নি খুবই ছোট ছিল। তার মাঝখানে বড় এক সেপারেশন ছিল।

এখনো অনেকেই তাকে বিবাহিত ভাবেন, কারণ তিনি এই বিচ্ছেদের কথা কখনোই প্রকাশ্যে আনেননি। তিনি আরও বলেন, অনেকে হয়তো অস্বস্তির কারণে এ নিয়ে প্রশ্ন করেননি, কিন্তু আমি আসলে এখন বিবাহিত নই।

আফসান আরা বিন্দু তার বিচ্ছেদের কারণ নিয়ে বলেন, আলাদা হওয়ার জন্য অনেক বড় ঘটনা বা কারণ দরকার হয় না। কখনো কখনো শুধু নিজস্ব অনুভুতি এবং পরিস্থিতিই সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

বর্তমানে কাজের মাধ্যমে তিনি আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি, বিন্দুকে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম উনিশ২০-তে অভিনয় করতে দেখা গেছে, যেখানে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y5l7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন