English

33.6 C
Dhaka
রবিবার, মে ১৮, ২০২৫
- Advertisement -

ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর মহারাষ্ট্রের বাড়ি

- Advertisements -

টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধভাবে বাড়ির সংস্কারের অভিযোগ উঠেছে। জানা গেছে, মহারাষ্ট্রের মালাড মাধ এলাকার এরাঙ্গল গ্রামে তারকার যে বাড়িটি রয়েছে, সেখানে অবৈধ ভাবে সংস্কার করা হয়েছে।

বিষয়টি জানাজানি হয়েছে গতকাল শনিবার। এ দিনই মিঠুন অবৈধভাবে ভবন সংস্কারের প্রসঙ্গ অস্বীকার করেছেন। জানা গেছে, মিঠুন একা নন, অনেকের কাছেই এই নোটিশ পৌঁছেছে। আপাতত তারকা আইনি পথে উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে, ১০ মে জারি করা নোটিশে কর্তৃপক্ষ জানিয়েছিল, সম্পত্তি সংস্কারের বৈধ ব্যাখ্যা দিতে হবে মিঠুনকে। উত্তর সন্তোষজনক না হলে উক্ত নির্মাণ ভেঙে দিতে পারে প্রশাসন। আইনি পদক্ষেপও নেওয়া হবে অভিনেতার বিরুদ্ধে।

কেন ওই নির্মাণ একেবারে ভেঙে ফেলা বা পুনঃসংস্কার করা হবে না আইন মোতাবেক তার ব্যাখ্যা চাওয়া হয় মিঠুনের কাছে। বলা হয়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই জমির উপর ভবন নির্মাণ করা হয়েছে। ১৮৮৮ সালের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলা হতে পারে মিঠুনের বিরুদ্ধে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন