English

33.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

ভোটের প্রচারে গিয়ে অসুস্থ গোবিন্দ

- Advertisements -

বলিউড অভিনেতা গোবিন্দর সময়টা খুব খারাপ যাচ্ছে। মাসখানেক আগে তার পায়ে গুলি লেগেছিল। হাসপাতালে কিছুদিন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। আজ জানা গেছে, আবারও অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা।গতকাল (১৬ নভেম্বর) রাজনৈতিক প্রচারণায় বেরিয়েছিলেন গোবিন্দ। হঠাৎ বুকে ব্যথা অনুভব করছিলেন এই অভিনেতা। সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে রওনা দেন তিনি। গোবিন্দ মহারাষ্ট্রের জলগাঁওয়ে শিবসেনা-বিজেপি-এনসিপি জোটের হয়ে ভোটের প্রচারণায় যোগ দিয়েছিলেন তিনি।

চলতি বছর শিবসেনায় যোগ দিয়েছেন গোবিন্দ। শনিবার মিছিলের মাঝপথে হঠাৎ অস্বস্তি শুরু হয় তার। সামান্য ব্যথাও অনুভব করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। কোনো রকম ঝুঁকি না নিয়ে তখনই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ।

পরিবার সূত্রে আরও জানা গেছে, বুকে অস্বস্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দকে তখনই চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হয়। তবে তিনি এখনো হাসপাতালে কি না সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো জানানো হয়নি।
গত অক্টোবর মাসে কলকাতায় যাওয়ার কথা ছিল গোবিন্দর। কিন্তু সকালে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগেই বাড়িতে দুর্ঘটনা ঘটে যায়। তার লাইসেন্স করা পিস্তল হাত থেকে পড়ে গুলি লাগে তার পায়ে। হাঁটুর নিচে গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরণও হয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে ৮-১০টি সেলাই দিতে হয়েছে। তিন দিন পর সেখান থেকে ছাড়া পান তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cccf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন