English

27 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

মমতাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদালতে আবার ওয়ারেন্ট

- Advertisements -

নাসিম রুমি: টাকা নিয়ে অনুষ্ঠান করতে না আসার অভিযোগে বাংলাদেশের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত।

১৫ বছর আগের করা মামলায় চতুর্থবারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি করা হল মমতাজের বিরুদ্ধে। ২০০৮ সালে তার বিরুদ্ধে এই মামলা করেন ইভেন্ট অর্গানাইজার শক্তিশঙ্কর বাগচী।

তিনি অভিযোগ করেন, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়।

চুক্তি অনুসারে ২০০৮ সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে ১৪ লাখ রুপির বিনিময়ে বায়না করা হয়। কিন্তু বায়নার টাকা নিয়েও অনুষ্ঠানে যোগ দেননি মমতাজ। পরে টাকা ফেরত চাইলেও ফেরত দেননি তিনি ।

শক্তিশঙ্কর বাগচী আরও অভিযোগ করেন, টাকা নেওয়ার জন্য তিনি বার বার ঢাকায় গেলেও মমতাজ টালবাহানা করে কাটিয়ে দেন। তিনি দাবি করেন, মমতাজকে অসংখ্য বার ফোন করেন তিনি। এ নিয়ে আদালতের কাছে সব ফোন তথ্য পেশ করেছেন তিনি।

জানা গেছে, ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরে সমন কার্যকর না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মমতাজ নিম্ন আদালত থেকে জামিন পেলেও শক্তিধর বাগচী হাইকোর্টের দ্বারস্থ হন।

২০১০ সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাখে কলকাতা হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনবার আগাম জামিন পান তিনি। এরপর গত ১১ই আগস্ট ফের আদালতে হাজিরা এড়িয়ে যান তিনি। এমন অবস্থায় ফের তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lsyw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন