English

30 C
Dhaka
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
- Advertisement -

‘মাইকেল’ সিনেমার টিজারে ভাতিজা জাফারের মুনওয়াক ভাইরাল নেটদুনিয়ায়

- Advertisements -

নাসিম রুমি: মার্কিন পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে তার বায়োপিক ‘মাইকেল’-এর টিজার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ হলে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে।

‘মাইকেল’ বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন তিনবারের অস্কার মনোনীত জন লোগান। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

ভক্তদের মতে, এটি শুধু একটি সিনেমা নয়, বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তিকে নতুন করে পুনর্জন্ম ঘটানো।

মাইকেল জ্যাকসনের ভক্ত-অনুরাগীরা জানাচ্ছেন, রক্তও কথা বলে। কারণ টিজারে দেখা গেছে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা তার ভাতিজা জাফার জ্যাকসন যেন পুরোপুরি জীবন্ত মাইকেল হয়ে উঠেছেন।

‘মুনওয়াক’, ‘থ্রিলার’-এর আইকনিক নাচ এবং মঞ্চে সিগনেচার স্টেপগুলো অবিকল হুবহু পুনরায় ফুটিয়ে তোলার দৃশ্যটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ। এটি মুক্তির ৬ ঘণ্টার মধ্যেই ইউটিউবে প্রায় ৩০ মিলিয়নের বেশি ভিউ ছুঁয়ে গেছে।

নেটিজেনরা বলছেন, আগামী বছর এটি হতে যাচ্ছে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর মধ্যে একটি অন্যতম।

পপতারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ কেবল একজন শিল্পীর সাফল্যের কাহিনীই নয়; এটি তার সংগ্রাম, মানসিক যাত্রা ও উত্তরাধিকার— সবই তুলে ধরা হয়েছে। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হওয়ার গল্প এবং মঞ্চের বাইরে থাকা অজানা দিকগুলোও এতে উঠে এসেছে।

‘মাইকেল’ টিজারের শুরুতেই দেখা যায়, হেডফোনে সংগীতে নিমগ্ন মাইকেল। এরপর ভেসে আসে কোয়েন্সি জোন্সের কণ্ঠ— আমি জানি তুমি অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছ…।

ট্রিজারে এরপর দৃশ্য দ্রুত বদলাতে থাকে। রিল টেপ ঘোরানো, সাউন্ড কনসোলের ফেডার নড়াচড়া, হাতে লেখা গানলিস্ট—Billie Jean, Beat It, Thriller—লাখো ভক্তের উচ্ছ্বাস, ফ্ল্যাশে ভরা পুরস্কার মঞ্চের মুহূর্ত— সব মিলিয়ে টিজারটি মাইকেল জ্যাকসনের ইতিহাসের এক ঝলক ফুটিয়ে তুলেছেন ভাতিজা জাফার জ্যাকসন।

শেষে দেখা যায় জাফার জ্যাকসনকে ‘থ্রিলার’-এর আইকনিক লাল জ্যাকেটে জম্বিদের সঙ্গে নাচছেন। মঞ্চে তার সিগনেচার স্টেপে মাতাচ্ছেন দর্শকরা। কোয়েন্সির শেষ সংলাপ শোনা যায়— ভেতরে পা স্থির রাখো, আমার বন্ধু! এ দৃশ্যকে আরও স্মরণীয় করে তুলেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p376
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন