English

34 C
Dhaka
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
- Advertisement -

মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে, পরে স্বামীর আরেক স্ত্রীর খবর জানলেন অভিনেত্রী

- Advertisements -

পর্দায় দৃঢ় চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী মিহি আহসানকে অনেকেই চিনলেও, বাস্তব জীবনে তার গল্পটা ছিল একেবারেই ভিন্ন। মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে, তারপর বিয়ের পরই জানতে পারা—স্বামীর রয়েছে আরেকজন স্ত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের জীবনের এই তিক্ত অভিজ্ঞতার কথাই অকপটে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

মিহি বলেন, “মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্ত মনে করলেও ভেতরে আমি দুর্বল। একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক, তাই হাসি দিয়েই লুকিয়ে রাখি। হয়তো এজন্যই মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী।”

তিনি আরও বলেন, “আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ, কিন্তু আমি তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বিয়ের প্রসঙ্গে মিহি জানান, “আমি বিয়ের পরে জানতে পারি আমার প্রাক্তন স্বামী ইতোমধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। কোনো নাটক করি না, কোনো সোশ্যাল মিডিয়া পোস্টও দিইনি। শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে। মানুষ জানে না, আমি তখন কতটা ভেতরে কষ্টে ভেঙে পড়েছিলাম। তবে জানতাম, জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই রাখতে হবে।”

মাত্র ১৮ টাকা কাবিনের প্রসঙ্গে মিহি বলেন, “হ্যাঁ, সত্যি। আমার বিয়ের কাবিন ছিল ১৮ টাকা। তখন আমি ছোট ছিলাম, কিছুই বুঝিনি। এখন মনে হয়—এটাও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে নয়, বিশ্বাস দিয়ে মাপা উচিত।”

২০১৭ সালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মিহি আহসান। বর্তমানে তিনি নিয়মিত একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের শুটিং নিয়েই এখন তার ব্যস্ত সময় কাটছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wlh0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন