English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
- Advertisement -

মাদকসহ আটক, পুলিশ হেফাজতে অভিনেতা জেরেমি

- Advertisements -

মাদকসহ আটক হয়েছেন মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার জেরেমি ও হ্যারিস। গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে জাপানে যাওয়ার সময় ওকিনাওয়ার নাহা বিমানবন্দর থেকে তাকে আটক করে জাপানের কাস্টমস কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) ওকিনাওয়া আঞ্চলিক শুল্ক দপ্তরের একজন মুখপাত্র অভিনেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জাপানের শুল্ক এজেন্টরা হ্যারিসের ব্যাগ থেকে এক গ্রামের কম এমডিএমএ মাদক খুঁজে পান।মাদক বহনের অভিযোগে ৩৬ বছর বয়সী এ অভিনেতা প্রায় তিন সপ্তাহ ধরে জাপানের পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারিস ব্যক্তিগত কাজে জাপানে আসছিলেন। তিনি যুক্তরাজ্য থেকে যাত্রা শুরু করে তাইওয়ানে যাত্রা বিরতি দিয়ে জাপানে পৌঁছালে গ্রেপ্তারের পর তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তবে অভিনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উন্নত দেশগুলোর মধ্যে জাপানে মাদকের প্রতি জিরো-টলারেন্স নীতির কারণে অতীতেও অনেক বিদেশি নাগরিককে কারাগারে থাকতে হয়েছে।

২০১৮ সালে ‘স্লেভ প্লে’ দিয়ে খ্যাতি অর্জন করেন জেরেমি ও. হ্যারিস। যা টনি পুরস্কারে সেরা নাটকের জন্য মনোনীত হয়েছিল। তিনি এইচবিও-এর ‘ইউফোরিয়া’ সিরিজের প্রযোজনা করেছেন।

তার অভিনীত সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘গসিপ গার্ল’ , ‘হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোস’।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pve5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন