English

31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

মানবিক দেব!

- Advertisements -

নাসিম রুমি:  তিনি ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব। তাঁর ছবি মানেই তাতে থাকবে দর্শকের জন্যও বিভিন্ন নতুন নতুন চমক। একইসঙ্গে প্রচারেও থাকে বহু নতুনত্ব। তবে এসব সত্বেও বিভিন্ন সময়েই বাংলা ছবি থেকে মুখ ফিরিয়েছেন দর্শক। এসব থেকেই প্রশ্ন উঠেছিল যেখানে বাংলা ছবি দেখতে হলমুখো হন না দর্শক সেখানে সুপারস্টারের ছবির ট্রেলার লঞ্চে কেনো দেদার বিকোচ্ছে টিকিট? তবে নানা গুঞ্জন, নানা প্রশ্ন উঠলেও ‘দেব দর্শন’ পাওয়ার জন্যও ঝড়ের গতিতে বিক্রি হয়েছে দেবের ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের টিকিট। কিন্তু কেন এই ভাবনা? কেন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও টিকিটের বন্দোবস্ত এবার ফাঁস হল সেই সত্যি।

ইন্ডাস্ট্রিতে পায়ে পায়ে কুড়ি বছরের পথচলা সম্পূর্ণ করলেন দেব। ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চে উদযাপিত হল এদিন সুপারস্টারের জীবনের সেই বিশেষ অধ্যায়। এই কুড়ি বছরে দেবকে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিতে। দর্শককে নতুন অনেক কাজ উপহার দিতে। দেখা গিয়েছে তাঁর মানবিক দিকও। এদিন ট্রেলার লঞ্চের মঞ্চ থেকেই ঘোষণা করা হল দেবের ছবির ট্রেলার লঞ্চের টিকিটি থেকে উপার্জিত অর্থ অত্যন্ত মানবিক খাতে ব্যয় করা হবে। এই টাকা তুলে দেওয়া হবে সিনে টেকনিশিয়ান ফেডারেশনের কাছে। যা তুলে দেবেন খোদ সুপারস্টার দেব। এই সংগৃহীত অর্থ কলাকুশলীদের পরিবারের সদস্যদের চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনে ব্যয় করা হবে। এই উদ্যোগ নিয়েছেন দেব ও তাঁর টিম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m70f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন