English

37 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
- Advertisement -

মান্নার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে পান্নার প্রতারণা!

- Advertisements -

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই সুপারস্টার। প্রয়াত এই চিত্রনায়কের মৃত্যুবার্ষিকী সামনে রেখে একটি চক্র প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এই অভিনেতার স্ত্রী শেলী মান্না।

তিনি জানান, মান্না ভক্ত পান্না চৌধুরী নামে এক ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও মিলাদ মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন। ওই আয়োজনে মান্নার স্ত্রী শেলী মান্না ও চিত্রনায়ক অমিত হাসান উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

Advertisements

কিন্তু মান্নার স্ত্রী এবং অমিত হাসান দুজনই জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না।

শেলী মান্না বলেন, ‘আমি এই ব্যক্তিকে চিনি না। আমার সঙ্গে তার কোনো যোগাযোগও নেই। এমনকি তিনি মান্না ফাউন্ডেশনের সদস্যও নন। তবুও খবর পেয়েছি, সে নাকি ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে মান্নার ভক্ত হিসেবে সদস্য সংগ্রহ করছে। সবাইকে এ বিষয়ে সাবধান থাকার জন্য অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘যারা মান্না ভক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা কারো কথায় প্রভাবিত হবেন না। মান্না সম্পর্কিত যে কোনো কার্যক্রমের আপডেট একমাত্র আমার পরিচালনাধীন কৃতাঞ্জলী চলচ্চিত্রের ফেসবুক পেজ “কৃতাঞ্জলি” ও ফেসবুক গ্রুপ “মান্না অফিসিয়াল” থেকে পাওয়া যাবে। এর বাইরে আর কোনো তথ্য বিশ্বাস করবেন না।’

কথিত মান্না ভক্ত পান্না চৌধুরীকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য সতর্ক করা হয়েছে। তারপরও এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন শেলী মান্না।

Advertisements

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ফেসবুকে পান্না চৌধুরী একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন- ‘১৭ ফেব্রুয়ারি ২০২১ মান্না ভাইয়ের ১৩তম প্রয়াণ দিবস। মান্না ভাইয়ের মৃত্যুর পর ২০০৯ সালের ১৪ এপ্রিল গঠন করা হয় মান্না ফাউন্ডেশন। মান্নার প্রয়ান দিবসে নায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ১৭ ফেব্রুয়ারি যারা মান্না ভাইয়ের কবর জিয়ারত ও বাদ যোহর মান্না ভাইয়ের কবর সংলগ্ন এলেঙ্গা বাগানবাড়ি মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়ায় অংশ নিবেন তারা নাম ও ফোন দিয়ে সাহায্য করুন।’

এর আগে, গত ২৪ জানুয়ারি তিনি ফেসবুকে লিখেছেন- ‘মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এলেঙ্গায় কে কে আসবেন। মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে যাতে পরবর্তীতে মান্না ভাইয়ের জন্য এই সদস্যরা কাজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মান্না ভাইকে তুলে ধরবে।

তবে পান্নার ওই স্ট্যাটাসে কোথাও শেলী মান্না বা অমিত হাসানের নাম পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন