নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি আবারও সুপারকপ শিবানী শিবাজী রায়ের ভূমিকায় ফিরছেন ‘মারদানি ৩’ সিনেমায়। শুক্রবার (১৩ ডিসেম্বর) যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) অফিশিয়ালি এ ছবির ঘোষণা দিয়েছে
২০২৫ সালে নভেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি বর্তমানে প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। ‘মারদানি ৩’ এর চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত, যিনি ইয়াশ রাজ ফিল্মসের প্রশংসিত ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’ এর লেখক। পরিচালনায় রয়েছেন অভিনয় মিনাৱালা। প্রথম সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পেয়েছিল, ২০১৯ সালে ‘মারদানি ২’ মুক্তি পায়। দুটো সিনেমাই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিলো।
রানি মুখার্জি এক বিবৃতিতে জানান, ‘২০২৫ সালের জানুয়ারি মাসে আমরা ‘মারদানি ৩” এর শুটিং শুরু করতে চলেছি। পুলিশ অফিসারের পোশাক পরা সব সময়ই আমার কাছে গর্বের বিষয় এবং এই চরিত্র আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। এই চরিত্রের মাধ্যমে দেশের সব অক্লান্ত ও সাহসী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা প্রতিদিন আমাদের নিরাপত্তার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন।’
রানি আরও বলেন, ‘আমরা এমন একটি চিত্রনাট্যের খোঁজ করছিলাম যা ‘মারদানি’ সিরিজের অভিজ্ঞতাকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবে। আমরা যে চিত্রনাট্য পেয়েছি তাতে আমি ভীষণ আশাবাদী। দর্শকরাও এটি দেখে একইভাবে উচ্ছ্বসিত হবেন বলে আশা করি।’
‘মারদানি ৩’ প্রসঙ্গে ‘হিচকি’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘এই কিস্তিটি আগের দুইটির চেয়ে অনেক বেশি ডার্ক, ডেডলি এবং ব্রুটাল হতে চলেছে। ‘মারদানি’ একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি, তাই দর্শকদের প্রত্যাশা পূরণ করার দায়িত্ব আমাদের। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই প্রত্যাশা পূরণ করতে। আশা করি, দর্শকরা আগের মতোই আমাদের এই নতুন সিনেমাটি পছন্দ করবেন।’