English

29 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

মারা গেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক

- Advertisements -

মারা গেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি। গতকাল মঙ্গলবার ৬৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গায়ক গুরু রানধাওয়া।

Advertisements

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বলবিন্দর সাফরির একটি ছবি পোস্ট করে গুরু রানধাওয়া লিখেছেন, ‘আমরা আপনার গানকে সম্মান করি।

সংগীত জগতে আপনার অবদান অবিস্মরণীয়। আলবিদা বলবিন্দর স্যার। ’

মৃত্যুর আগে আগে ৮৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সুস্থ হওয়ার আগেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

Advertisements

গত এপ্রিলে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলবিন্দর। এরপর ট্রিপল বাইপাস হয়েছিল তার। এমনকি অস্ত্রোপচারের পরেও কিছু জটিলতা ছিল, তাই তাকে আরও একটি অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়। কিছু সময়ের জন্য কোমায়ও ছিলেন তিনি। এছাড়া সিটি স্ক্যানেও তার মস্তিষ্কে জটিলতা ধরা পড়ে।

‘চান মেরে মাখনা’, ‘পাও ভাঙড়া’, ‘পার লিংগদে’-এর মতো গানগুলি কেবল সংগীতের অংশই নয়, তিনি রেখে গিয়েছেন বেশকিছু অসামান্য গান। জনপ্রিয় এই গায়কের মৃত্যুতে ভারতীয় সংগীত মহলে নেমে এসেছে শোকের ছায়া।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন