English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

মা-শাশুড়িকে কী বার্তা দিলেন কাজল

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী কাজল তার দুইপাশে মা তনুজা ও শাশুড়ি বীণা দেবগনকে সঙ্গে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনই একটি ছবি পোস্ট করে দুজনকে শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী

এছাড়া বাবা ও শ্বশুরেরও ছবি পোস্ট করেছেন তিনি।

জাতীয় অভিভাবক দিবসে বাবা, মা, শ্বশুর ও শাশুড়িকে ধন্যবাদ জানিয়ে মোট তিনটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে কাজল লেখেন, ‘তোমরা যা করেছ আমার জন্য সেক্ষেত্রে শুধু অভিভাবক দিবস খুবই ক্ষুদ্র একটি বিষয়। কিন্তু বিশেষ দিন বলে কথা। এই পোস্টটি করতেই হত। ধন্যবাদ তোমাদের চারজনকেই।

কিছুদিন আগে কাজলের ‘মা’ সিনেমা মুক্তি পেয়েছে। ইব্রাহিম আলি খানের ‘সরজমিন’ সিনেমাতেও দেখা গিয়েছে কাজলকে। প্রভুদেবা, নাসিরুদ্দিন শাহের সঙ্গে এবার ‘মহারাগ্নী: কুইন অব কুইনস’ সিনেমা করতে চলেছেন কাজল।

১৯৯২ সালে বাবা সোমু মুখোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় ‘বেখুদি’ সিনেমা দিয়ে কাজলের বলিউডে আত্মপ্রকাশ।

এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে কাজলের ‘বাজিগর’ সুপারহিট। তার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি।

কাজল এরপর ‘গুপ্ত’,‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’,‘পেয়ার তো হোনাহি থা’, ‘দুশমন’,‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম আপকে দিলমে রেহেতে হে’,‘কাভি খুশি কাভি গাম’,‘ফানা’র মত হিট সিনেমা উপহার দিলেও বাংলা সিনেমায় তার আগ্রহের প্রকাশ দেখা যায়নি।

এর মধ্যে কাজলকে বেশি পাওয়া গেছে ওয়েব সিরিজে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mq1c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন