English

29 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

‘মা’ হওয়ার পর প্রথম জন্মদিনে কিয়ারা

- Advertisements -

নাসিম রুমি: চলতি বছরের জুলাই মাসেই মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। গেল ১৫ জুলাই তাদের সংসার আলো করে এসেছে কন্যাসন্তান।

আপাতত সদ্যোজাত সন্তানকে নিয়েই দিন কাটছে তাদের।

এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) ৩৪ বছরে পা রাখলেন কিয়ারা।

মা হওয়ার পর প্রথম জন্মদিন ছিল তার। এ কারণেই এবারের অনুভূতিটাও বিশেষ।

কিয়ারার কথায়, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম। ’

বৃহস্পতিবার দিনভর বলিউডের সহকর্মী, অনুরাগীদের শুভেচ্ছাবার্তার জোয়ারে ভেসেছেন কিয়ারা এই চিত্রতারকা।

তবে এদিন নিজের জন্মদিন নিয়ে কোনও পোস্ট তিনি করেননি। কিন্তু রাত পোহাতেই শুক্রবার স্বামী-সন্তানের জন্য কলম ধরলেন অভিনেত্রী। সঙ্গে তার জন্মদিন উদযাপনের ঝলকও দেখালেন কেকের ছবি শেয়ার করে।

সেখানে দেখা যায়, ধবধবে সাদা কেক। তার ওপরে সুন্দর ডিজাইন করা ছোট্ট পুতুল বসানো। দেখে মনে হচ্ছে যেন, এক পরীর কোলে শান্তির আশ্রয় নিয়েছে সদ্যোজাত। যেহেতু সদ্য মা হয়েছেন কিয়ারা, সে কারণেই এমন থিম কেকের আয়োজন করেছেন সিদ্ধার্থ। আর স্বামীর এমন আয়োজনেই আপ্লুত অভিনেত্রী।

কেকের ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, আমার সন্তান, আমার স্বামী, আমার মা-বাবা, পরিবারের সবার ভালোবাসায় জীবনের সেরা জন্মদিনটা কাটালাম। দারুণ অনুভূতি। নিজেকে আশীবার্দধন্য মনে হচ্ছে।

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাতেও ভুলেননি কিয়ারা। অভিনেত্রীর এমন সংসারে সুখের ঝলক দেখে খুশি তার অনুরাগীরাও।

উল্লেখ, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qoaw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন