দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। আইনজীবী হিসেবেও নিজেকে তৈরি করেছেন তিনি। প্রথমবারের মতো মা হতে চলেছেন এ তারকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফেসবুকের এক স্ট্যাটাসে কিছু ছবি পোস্ট করে নিজেই জানালেন এ সুখবর।
সেই স্ট্যাটাসে সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন পিয়াকে। তার অনাগত সন্তানের জন্য ভালোবাসা প্রকাশ করছেন তারা।
পিয়া তার স্ট্যাটাসে জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে তার পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশের মুকুট মাথায় নিয়ে শোবিজে যাত্রা করেন বীরচট্টলার মেয়ে পিয়া জান্নাতুল। শুরুটা করেন মডেল হিসেবে।
প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কভারচিত্রেও জায়গা করে নিয়ে দেশের মডেলিংয়ে অনন্য মাত্রা যোগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা।
কাজ করে প্রশংসিত হয়েছেন নাটক, সিনেমাতেও। উপস্থাপিকা হিসেবেও পেয়েছেন সাফল্য। তাকে দেখা গেছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করতে।
২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। সুখের সেই দাম্পত্য জীবন এবার কানায় কানায় পূর্ণ হতে চলেছে সন্তানের আগমনে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bbji
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন