English

31.4 C
Dhaka
রবিবার, আগস্ট ৩১, ২০২৫
- Advertisement -

মা হতে চান জাহ্নবী

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে একের পর এক নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। প্রযোজক-অভিনেতা বনি কাপুরের মেয়ে হলেও নিজের অভিনয় প্রতিভায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যখন তিনি আলোচনায়, ঠিক তখনই চমক দিলেন নতুন খবরে। খোলাখুলি জানালেন, ভবিষ্যতে তিনি হতে চান তিন সন্তানের মা।

সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হিসেবে উপস্থিত হন জাহ্নবী কাপুর। সেখানেই মাতৃত্ব নিয়ে কথা বলেন জাহ্নবী।

সেখানে ৩ সন্তানের জননী হওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, ৩টি সন্তান থাকা ভালো। প্রথমত, ৩ আমার জন্য লাকি নম্বর। দ্বিতীয়ত, সবসময় ২ জনের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন। বোন হোক বা ভাই (তৃতীয় সন্তান), সে যেই হোক না কেন, সে দুই নৌকায় পা দিয়ে চলবে। দুজনেই সমর্থন পাবে। আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।’

অন্ধ্রপ্রদেশে বিয়ে করতে চান জাহ্নবী কাপুর। এর আগে অন্য এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর বলেছিলেন, ‘আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। আমরা রোজ কলাপাতায় খাবার খাব আর গোবিন্দের নাম জপ করব। আমার চুলে মোগরা (জুঁইয়ের মালা) থাকবে এবং আমি মণি রত্নমের গান শুনব। আমি আমার স্বামীর মাথায় তেল মালিশ করে দেব।’

তিরুপতির সঙ্গে জাহ্নবী কাপুরের বিশেষ সম্পর্ক রয়েছে। প্রতি বছর শ্রীদেবীর জন্মবার্ষিকীতে সেখানে যান জাহ্নবী। ছোটবেলায় মায়ের হাত ধরে তিরুপতি যেতেন জাহ্নবী আর এখন তার সঙ্গে থাকেন প্রেমিক শিখর পাহাড়িয়া। বিয়ের বিষয়ে এখনো কোনো পরিকল্পনার কথা জানাননি এই যুগল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ry88
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন