English

29.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

মা হলেন কিয়ারা, কন্যা সন্তান এলো সিদ্ধার্থের ঘরে?

- Advertisements -

নাসিম রুমি: ২০২৩ সালে জয়সলমেরে ধুমধাম করে বিয়ে হয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির। বিয়ের দেড় বছর মাথায় কন্যা সন্তানের অভিভাবক হলেন তারকা দম্পতি। মঙ্গলবার সকাল থেকেই তাদের পরিবারের সবাইকে দেখা গিয়েছে মুম্বাইয়ের হাসপাতালে।

গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে গাড়ি মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে।

মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের। এ বার তাদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা।

গত মার্চ মাসে একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত। সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তারা। মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে।

সালটা ২০২১। ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এ ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। জুটি হিসেবে দশর্কের মনেও জায়গা করে নিয়েছিলেন সিড-কিয়ারা। সেই সময় থেকেই আর গাঢ় হয় তাদের প্রেম।

যদিও তাদের আলাপ হয় ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ সিরিজের শুটিংয়ের সময়। এই ওয়েব সিরিজের একটি গল্পে অভিনয় করেছিলেন কিয়ারা। ওই গল্পের পরিচালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। শুটিং শেষ হওয়ার পর পার্টির আয়োজন করা হয়েছিল। ওই পার্টিতে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ। সেখানেই তার সঙ্গে কিয়ারার আলাপ হয়। তার পরেই একে অপরকে ডেট করতে শুরু করেন সিড-কিয়ারা।

২০১৯ সালের ইংরেজি নববর্ষে একে অপরের সঙ্গে ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকায় উড়ে যান। যদিও একসঙ্গে ছুটি কাটানোর কথা তারা স্বীকার করেননি। তবুও সিড-কিয়ারার অনুরাগীরা দুই তারকার ইনস্টাগ্রামের ছবি দেখেই দুয়ে দুয়ে চার করে বসেন। ২০২১ সালে সিড-কিয়ারা একসঙ্গে মালদ্বীপ ঘুরতে যান। ২০২২ দুবাইতেও লম্বা ছুটি কাটাতে দেখা যায় সিড-কিয়েরাকে। তার পর সোজা ছাঁদনাতলায়। এ বার বাবা-মা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8h45
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন