English

26.2 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

মিম তোর অতি মাখামাখি আমার সংসারে ঝামেলা করছে: পরীমনি

- Advertisements -

মিমের সঙ্গে রাজের অতি মাখামাখি পরীমণির সংসারে ঝামেলার কারণ বলে জানালেন অভিনেত্রী। পরীমনি বলেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা,আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। ’

ব্যবসায়িক ছুতোয় দুজনের আলাপচলে রাতভর- যা পরীমনির সংসারের দ্বন্দ্বের অন্যতম কারণ বলে অভিযোগ। এ প্রসঙ্গে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের।

এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো। ’ 

বৃহস্পতিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন পরীমনি। এই পোস্টে মিমের সঙ্গে পরীমনির সাম্প্রতিক সময়ের সম্পর্ক যে ভালো ছিল তা অনুমান করা যায়।

মিমের অভিযোগের প্রেক্ষিতে প্রথমেই পরীমনি বলেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো?’

পরীমনি নিজেও চেয়েছেন দুজন জুটিবদ্ধ হয়ে কাজ করতে। এমনটাই জানিয়ে বলেন, ‘যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। ’

সাম্প্রতিক সময়ের একটি বিষয় টেনে পরীমনি বলেন,‘এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলিরে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d0im
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন