English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
- Advertisement -

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই চলচ্চিত্রের পর্দার ‘ত্রাস’ তিনি, অথচ বাস্তবে সজ্জন ও হাস্যোজ্জ্বল মানুষ। তিনি মিশা সওদাগর। বাংলা চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আগামীকাল (৪ জানুয়ারি) ৬০ বছরে পা রাখছেন। ১৯৬৬ সালের এই দিনে পুরান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’। বর্ণাঢ্য এই আয়োজনে মিশা সওদাগরের দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতিচারণ ও অজানা গল্প তুলে ধরা হবে।

জন্মদিনের বিশেষ আয়োজন চ্যানেল আইয়ের এই বিশেষ পর্বে মিশা সওদাগরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করবেন বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান। এছাড়া তাকে শুভেচ্ছা জানাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

অনুষ্ঠানে উঠে আসবে মিশা সওদাগরের অভিনয় জীবনের সংগ্রাম, সাফল্য এবং সহশিল্পীদের সঙ্গে কাজের নানা অভিজ্ঞতার কথা।
নির্মাতাদের সঙ্গে তার সম্পর্কের দিকগুলো প্রাধান্য পাবে আড্ডায়।

১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মিশা। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। তবে নায়ক নয়, খলনায়ক হিসেবেই তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দীর্ঘ অভিনয়জীবনে ৮০০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি গড়ে তুলেছেন এক মাইলফলক।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ইন্ডাস্ট্রির উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l42s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হট চকোলেটের যত উপকারিতা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন