দ্য সিয়াসত ডেইলি, টাইমস অব ইন্ডিয়া, আজকাল ডন ইনসহ একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ২০০৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গ্যালের চেয়ে এগিয়ে থাকা অভিনেত্রী ভারতের তনুশ্রী দত্ত। তিনি ওই বছর মিস ইন্ডিয়া ইউনিভার্স জিতেছিলেন এবং ইকুয়েডরে মিস ইউনিভার্স ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।
মিস ইসরায়েলের গ্যাল গ্যাডট শীর্ষ পনেরোতে পৌঁছাননি। অন্যদিকে তনুশ্রী জায়গা করে নিয়েছেলেন শীর্ষ দশে। এ নিয়ে গ্যাল পরে বলেছিলেন, যে তিনি সেই সময়ে জিততে চাননি এবং এত বড় মঞ্চের জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু তনুশ্রী পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেছিলেন এবং ভারতকে গর্বিত করেছিলেন।
সুন্দরী প্রতিযোগিতার সেরা দশে জায়গা করে নেওয়ার সুবাদেই বলিউডে নির্মাতাদের নজরে এসেছিলেন তনুশ্রী। একের পর এক সিনেমার প্রস্তাব পাওয়া শুরু করেন। তনুশ্রীও সে হাতছানি এড়াতে পারেনি। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘চকলেট : ডিপ ডার্ক সিক্রেটস’, ‘রাকিব : রিভেলস ইন লাভ’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুডবয় ব্যাডবয়’, ‘স্পিড’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান এ অভিনেত্রী।