নাসিম রুমি: আসছে নভেম্বরে এল সালভাদরে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার বৈশ্বিক আসর বসবে। তার আগেই ২৪ বছর বয়সী এরিকাকে নিয়ে পুরো পাকিস্তানে উঠেছে নিন্দার ঝড়।
এ আয়োজনকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামির সিনেটর মোশতাক আহমেদ।
এছাড়া পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার এ প্রতিযোগিতার পর তদন্তের নির্দেশ দিয়েছেন। করাচি শহরের বাসিন্দা খ্রিস্টান ধর্মাবলম্বী এরিকা মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় রক্ষণশীল পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এর আগে, মালদ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পাঁচ ফাইনালিস্টের মধ্য থেকে মিস ইউনিভার্স পাকিস্তান নির্বাচিত হন তিনি।
এরিকা রবিন বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ লাগছে।
কিন্তু এ নিয়ে কেন প্রতিক্রিয়া আসছে তা আমি বুঝতে পারছি না। ’ যদিও পাকিস্তানের রক্ষণশীলদের একটি বড় অংশ চান না তাদের দেশের কেউ এমন প্রতিযোগিতায় অংশ নিক। এছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সুন্দরী প্রতিযোগিতা বিরল। বিশ্বজুড়ে পাকিস্তানি বংশোদ্ভূত নারীদের জন্য মিস ওয়ার্ল্ড পাকিস্তান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
