English

29.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো’র বিচারক রাজীব মণি দাস

- Advertisements -

প্রথিতযশা কথাসাহিত্যিক, নাট্যকার ও গীতিকবি রাজীব মণি দাস রিয়েলিটি শো ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি’-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। স্টার মাল্টিমিডিয়ার উদ্যোগে বিবাহিত ও অবিবাহিত স্থুলকা নারীদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো’ (সিজন-২) এর গালা রাউন্ড গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিউ বেইলী রোডের গাইড হাউজে অনুষ্ঠিত হয়। এটি শুধুমাত্র একটি সুন্দরী প্রতিযোগিতাই নয়, স্থুলকায় নারীদের স্বাস্থ্য-সচেতনতার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটানোরও একটি মাধ্যম।

এবার মিস এন্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো (সিজন-২) এর সেরা বিজয়ী হলেন- অনন্যা খান, প্রথম রানারআপ লাকী চন্দ, দ্বিতীয় রানারআপ মাফিয়া বর্ষা।

রিয়েলিটি শো-টি দীর্ঘদিন ধরে হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর ৭০জন প্রতিযোগীকে ফাইনাল করা হয়। এদেরকে নিয়ে বিভিন্ন গ্রুমিং-এর মাধ্যমে অভিনয়, র‌্যাম্প শো, উচ্চারণ, নৃত্য শিখানোসহ যাবতীয় ট্রেনাপ করে সেখান থেকে বিভিন্ন রাউন্ড শেষে সেরা ১০ জনকে গালা রাউন্ডের জন্য মনোনীত করা হয়। আর এই ১০ জন থেকে গালা রাউন্ডে বিজ্ঞ-বিচারকগণ পারফর্মেন্স-এর মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি বিবেচনায় নিয়ে সেরা ৩জন নির্বাচিত করেছেন।

রাজীব মণি দাস বলেন, ‘অনেকের ধারণা সুন্দরী প্রতিযোগিতা মানে জিরো-ফিগার, গায়ের রং ফর্সা, রূপের আকর্ষণ ইত্যাদি। এর বাহিরেও একটা মানুষের যে আরও অনেক ধরনের জ্ঞান-বুদ্ধি কিংবা যোগ্যতা থাকতে পারে, সেদিকে আমাদের খেয়াল নেই। আর তাই এই প্রতিযোগীতা স্বাস্থ্যবতী নারীদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনে তাদের নিজ নিজ দক্ষতার মাধ্যমে অবদান রাখতে সমর্থ্য হবে বলে আমার বিশ্বাস।’

স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান প্রতিযোগী, বিচারক ও মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শ আজ দ্বিতীয়বারের মতো এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হলো। সমাজ সচেতনতায় আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বিজ্ঞ-বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজীব মণি দাস, চিত্রনায়িকা আঁচল আঁখি, পরিচালক মো. ফাহাদ, ফ্যাশন ডিজাইনার রুমি করিম, ড্যান্স কোরিওগ্রাফার ইউসুফ খান প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aeic
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন