English

28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
- Advertisement -

মুক্তির আগেই প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে বিজয়ের শেষ ছবি

- Advertisements -

থালাপতি বিজয় অভিনীত ‘শেষ’ ছবি জননায়ক  মুক্তির দুই মাস আগেই বাণিজ্য জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। অ্যাকশন-রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবিটি প্রি-রিলিজ ব্যবসাতে রেকর্ড গড়েছে।

ইন্ডিয়া টু ডে’র খবর বলছে, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তামিল ছবিগুলির মধ্যে অন্যতম হলো জননায়ক। স্যাকনিলকের রিপোর্ট অনুসারে, ছবিটি কেবল তামিলনাড়ু অঞ্চলের সিনেমা হলগুলোর স্বত্বই বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। অন্যদিকে, বিদেশের স্বত্ত্ব থেকে এসেছে প্রায় ৮০ কোটি রুপি।

এছাড়াও, সিনেমার গান নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। জানা গেছে, অডিও স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৩৫ কোটি রুপিতে। অন্যদিকে, ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও, যার দর দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি। সবমিলিয়ে, ছবির প্রি-রিলিজ আয় ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে। যেহেতু স্যাটেলাইট স্বত্ব ও অন্যান্য কিছু অঞ্চলের স্বত্ব এখনও চূড়ান্ত হয়নি, তাই বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সব মিলিয়ে এই আয় খুব সহজেই ৪০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যেতে পারে।

এইচ বিনোথ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল (তামিল ছবিতে তাঁর অভিষেক), মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন এবং প্রিয়ামণি।

‘জননায়ক’ ছবিটি বিজয়ের অভিনেতা হিসেবে শেষ ছবি বলে মনে করা হচ্ছে। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আগামী বছর ৯ জানুয়ারি তামিল ও তেলুগু উভয় ভাষাতেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8poc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন