English

28.9 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমার আয় ২৫১ কোটি টাকা!

- Advertisements -

নাসিম রুমি: পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজনীতিতে পা রেখেছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়। খুব শিগগির রুপালি জগতকে বিদায় জানিয়ে রাজনীতিতে পুরোপুরি মন দেবেন এই তারকা। তার অভিনীত শেষ সিনেমা হতে যাচ্ছে ‘জন নায়ক’। এইচ বিনোদন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।

বিজয় তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে ‘জন নায়ক’। শুধু তাই নয়, তামিল সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছে এটি।

ইন্ডিয়া গ্লিটসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘জন নায়ক’ সিনেমার ওটিটি স্বত্ব কেনার আগ্রহ প্রকাশ করেছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম। দরকষাকষিতে পিছিয়ে আসে নেটফ্লিক্স। সর্বশেষ ১২১ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৭২ কোটি ৯৫ লাখ টাকা) স্বত্ব কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম।

ডিজিটাল স্বত্ব বিক্রির দিক থেকে এটি তামিল সিনেমার সর্বোচ্চ দাম। এর আগে রজনীকান্ত অভিনীত ‘কুলি’ সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে ১২০ কোটি রুপিতে। এটিও অ্যামাজন প্রাইম কিনে নিয়েছে। বিজয়ের ‘জন নায়ক’ কিনতে প্ল্যাটফর্মটিকে ১ কোটি রুপি বেশি দিতে হয়েছে।

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ‘জন নায়ক’ সিনেমার স্যাটেলাইট রাইটস বিক্রি করেছেন নির্মাতারা। ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জন নায়ক’ সিনেমার স্যাটেলাইট স্বত্ব কিনে নিয়েছে সান টিভি। এজন্য তাদের গুনতে হয়েছে ৫৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮ কোটি ৬১ লাখ টাকা)। দুটো স্বত্ব বিক্রি করে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৫১ কোটি ৫৬ লাখ টাকা)।

বিজয়-পূজা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রেখে তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজনে পরিণত হয়েছেন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ বা ‘জন নায়ক’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেন এই নায়ক। প্রায় এক বছর আগে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে আপাতত প্রস্তুতি নিচ্ছেন বিজয়।

থালাপাতি বিজয়ের বাবার নাম এসএ চন্দ্রশেখর। তিনি ছিলেন তামিল সিনেমার পরিচালক। মা শোভা চন্দ্রশেখর ছিলেন গায়িকা। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে নাম লেখান বিজয়। ‘ভেট্রি’ নামের সিনেমাটি পরিচালনা করেন তার বাবা। প্রথম সিনেমার জন্য ৫০০ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে।

রুপালি পর্দায় অভিষেকের আট বছর পর অর্থাৎ ১৯৯২ সালে ‘নালায়া থেরপু’ সিনেমার প্রথম নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ পান বিজয়। তার প্রথম ব্লকবাস্টার সিনেমা ‘পুভে উনাকাগা’। এটি মুক্তি পায় ১৯৯৬ সালে। তবে ২০০৩ সালে মুক্তি পাওয়া এই অভিনেতার ‘থিরুমালাই’ সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।

পরের বছর ‘ঘিল্লি’ সিনেমায় একজন কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করে সকলের মন কাড়েন বিজয়। এই সিনেমার মাধ্যমে প্রথম তামিল অভিনেতা হিসেবে বক্স অফিসে ৫০ কোটি রুপি আয় করেন। পরবর্তীতে ‘থিরুপাচি’, ‘সাচেন’, ‘শিবাকাসি’, ‘পক্কিরি’, ‘কাবালান’, ‘নানবান’, ‘থুপ্পাক্কি’, ‘কাত্থি’, ‘মার্সাল’, ‘সরকার’, ‘মাস্টার’ প্রভৃতি সিনেমা তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m0rc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন