English

27.2 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

মুক্তির দিনে সালমানের ‘সিকান্দারে’ বড় ধাক্কা

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ভাইজান সালমান খান ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের ছবিতে লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে ভাইজান।

বক্স অফিসে আজ মুক্তি পেতে চলেছে সালমান খানের মেগা রিলিজ ‘সিকান্দর’। ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে এই দিন নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা সালমান খান এবং টিম সিকান্দারের জন্য।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গিয়েছে ছবিটি। এই মেগা বাজেট ছবি নিয়ে তুমুল উত্তেজনা ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও রীতিমতো নজির গড়েছিল সিনেমাটি।

স্বাভাবিক ভাবেই ‘মেগা ওপেনিং’-এর অপেক্ষায় রয়েছে বলিউড। কিন্তু তার আগেই ছবিটি অনলাইনে মুক্তি পেয়ে যাওয়ায় ব্যবসা ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘তামিলরকারস’, ‘মুভিরুলজ’, ‘ফিল্মিজিলা’ এমনকী টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এই সিনেমা এবং ডাউনলোড লিংক। এর আগে একাধিক বলিউড ছবি এই ধরনের সমস্যার মুখে পড়েছিল।

দীর্ঘ বিরতির পর ‘গজিনি’ খ্যাত এআর মুরুগাদোস পরিচালিক সিনেমায় বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। ছবি মুক্তির আগেই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তার কণ্ঠে। সালমান জানিয়েছিলেন, ছবিটি ২০০ কোটির বেশি ব্যবসা করবে বলে তিনি আত্মবিশ্বাসী। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/phhk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন