এর আগেও বেশ কয়েকবার শিরোনামে এসেছে প্রয়াত নায়ক মান্নার শেষ সিনেমাটি৷ এবার জানা গেল, নাম বদলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
২০০৫ সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো। তখন এটির নামকরণ করা হয় ‘লীলামন্থন’। তবে, কিছু অংশের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মান্নার মৃত্যু হয়। ফলে আটকে যায় সিনেমাটির অবশিষ্ট কাজ৷
অবশেষে বাকি অংশের শুটিং শেষ করে ২০১১ সালে ‘লীলামন্থন’ নামে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তখন নামের কারণে সিনেমাটি আটকে দেওয়া হয়েছিল।
কিন্তু, দীর্ঘ এক দশক আটকে থাকার পর নাম পরিবর্তন করে সেন্সর ছাড়পত্র পেয়েছে এ সিনেমা। নতুন নাম দেয়া হয়েছে ‘জীবন যন্ত্রণা’।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘জীবন যন্ত্রণা’ আগামী বছরের ২৬ মার্চ মুক্তি পাবে।
এ সিনেমায় নায়ক মান্নার বিপরীতে আছেন মৌসুমী৷ আরও অভিনয় করেছেন পপি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা ও মিশা সওদাগরসহ অনেকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mjwj
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন