English

26.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

মুগ্ধতার জীবন নিয়ে হেঁটে বেড়াচ্ছেন সমু চৌধুরী

- Advertisements -

নাসিম রুমি: একসময় যিনি ছিলেন পর্দার পরিচিত মুখ, আজ তিনি জীবনের পর্দাতেই নিজেকে নতুনভাবে মেলে ধরছেন। তিনি অভিনেতা সমু চৌধুরী। অভিনয়ের জগৎ থেকে হয়তো কিছুটা সরে এসেছেন, তবে জীবনের মঞ্চে এখন তিনি একেবারে সেরা সময় পার করছেন—প্রকৃতির কোলে, মুগ্ধতায় ভেসে।

এই জীবনের আনন্দ তিনি খুঁজে পেয়েছেন প্রতিদিনের হাঁটায়, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টায়। কখনো বটগাছের ছায়ায়, কখনো কীর্তনখোলার শান্ত জলের ধারে—সেইসব পথে হেঁটে বেড়াচ্ছেন নীরবে, নিঃশব্দে। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির গভীর শান্তির মাঝে প্রতিদিনই যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন তিনি।

যার প্রমাণ মিলেছে তার নামে খোলা একটি ফেসবুক পেইজ—‘সমু চৌধুরী’-থেকে। সেখানে নিয়মিতই উঠে আসছে তার হাঁটার ভিডিও, প্রকৃতিমগ্ন ছবি আর ছোট ছোট অনুভবের টুকরো। কখনো দেখা যায় গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন নিঃশব্দে, কখনো বা ধীরে হেঁটে যাচ্ছেন কোনো অজানা গন্তব্যের পথে, কাঁধে যেন এক ব্যাগ নিঃশব্দ ভালোবাসা।

সম্প্রতি এমন এক ভিডিওতে দেখে বোঝা যায়—তিনি আছেন বরিশালে। মাথার ওপর ছাতা ধরে হেঁটে চলেছেন বৃষ্টিস্নাত সকালের পথে। পরিচ্ছন্ন বরিশালের প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছেন তিনি। খাল, ডোবা, কচুরিপানার ফুল দেখে স্মৃতিতে হারিয়ে যাচ্ছেন—শোনাচ্ছেন শৈশবের গল্প, হারিয়ে যাওয়া দিনের কথা।

তবে এমন শান্ত ও নিভৃত জীবনের মাঝেও মাঝেমধ্যে তার বিখ্যাত অতীত এসে দাঁড়ায় সামনে। আজও যেখানেই যান, লোকজন চিনে ফেলেন তাকে। স্মৃতিময় অভিনয়ের সে সময়ের ভালো লাগার গল্প বলেন কেউ কেউ। এসব এখন আর তাকে বিস্মিত করে না। কথা শেষ করে আবারও তিনি হারিয়ে যান নিজের মতো, অজানার পথে।

সমু চৌধুরীর এই পথচলা কেবল হাঁটা নয়—এ যেন এক অনন্ত যাত্রা নিজের ভেতর দিকে। অভিনয়ের আলোছায়া পেরিয়ে আজ তিনি প্রকৃতির আলোয়, মুগ্ধতার ছায়ায়। এ জীবনে তিনিই দর্শক, তিনিই চরিত্র। তাই জীবনের মধ্য বেলায় এসে নিজের মতো করে মুগ্ধতার জীবন নিয়ে হেঁটে বেড়াচ্ছেন সমু চৌধুরী। যে পথের নেই নির্দিষ্ট কোনো গন্তব্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f9fo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন