English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

মৃত্যুর আগে আবার চলচ্চিত্রাঙ্গনকে চাঙ্গা দেখতে চাই: উজ্জল

- Advertisements -

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক আশরাফউদ্দিন উজ্জল। উজ্জল ফিল্মস লিমিটেডের ব্যানারে ‘নসিব’, ‘উসিলা’সহ অনেক ছবি প্রযোজনা করেছেন তিনি। সর্বশেষ বদিউল আলম খোকনের ‘রাজাবাবু—দ্য পাওয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন। প্রায় পাঁচ বছর চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন তিনি।

তবে ফের চলচ্চিত্র নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন ‘বিনিময়’ তারকা। ছেলের ব্যবসাপ্রতিষ্ঠান ‘চালডাল.কম’-এর আওতায় মাল্টিপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উজ্জল বলেন, ‘চলচ্চিত্রের এই ভঙ্গুর সময়ে সিনিয়রদেরই এগিয়ে আসতে হবে। আমার ছেলে আমাকে প্রস্তাব দিয়েছে মাল্টিপ্লেক্স তৈরি করার।

এমনিতে তারা বিভিন্ন জেলা শহরে ভবন নিচ্ছে। ভেবে দেখলাম সেই ভবনে মাল্টিপ্লেক্স হলে ক্ষতি কী! আমরা রাজশাহী শহর থেকে কাজটি শুরু করছি।

নির্মাণাধীন হাসিনা আইটি পার্কে চালডাল.কম-এর নিজস্ব ভবনে তৈরি হচ্ছে এই মাল্টিপ্লেক্স। পর্যায়ক্রমে দেশের অন্য জেলায়ও আমরা মাল্টিপ্লেক্স তৈরি করব। সামনে ছবি প্রযোজনা করার ইচ্ছাও আছে। মৃত্যুর আগে আবার চলচ্চিত্রাঙ্গনকে চাঙ্গা দেখতে চাই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lbw5

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
জাহাঙ্গীর সরকার
জাহাঙ্গীর সরকার
3 years ago

ড্যাসিং হিরো উজ্জ্বল। উপাধি টি আমরা ভুলে যাইনি। নায়ক উজ্জ্বল এর নালিশ, উসিলা নাম করা ছবি। ধন্যবাদ এগিয়ে আসার জন্য । একটি ছবির ভালো লাগার পিছনে সবচেয়ে বড় কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে চিত্র গ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মননশীল রুচিসম্পন্ন কাজ। কারণ আমরা সিনেমায় চিত্র ধারণ কৃত অংশ ই দেখে থাকি। ধন্যবাদ।

আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আধুনিক ও পল্লীগীতি সংগীত শিল্পী।

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন