English

27.6 C
Dhaka
রবিবার, আগস্ট ২৪, ২০২৫
- Advertisement -

মৃত নই, বেঁচে আছি—প্রমাণে থানায় বলিউডের রাজা মুরাদ

- Advertisements -

বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ এবার থানার দ্বারস্থ হয়েছেন জীবিত থাকার প্রমাণ দিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। এক পর্যায়ে ৭৩ বছর বয়সী এই অভিনেতা নিজেই বিরক্ত হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।

সংবাদমাধ্যম এএনআইকে রাজা মুরাদ বলেন, এক নেটিজেন তাঁর জন্মতারিখের পাশাপাশি ভুয়া মৃত্যুদিন উল্লেখ করে পোস্ট দেন। শুধু তাই নয়, সেখানে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয়। এই খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গা থেকে ফোন পান তিনি। রাজা মুরাদের ভাষায়, “আমার গলা শুকিয়ে যাচ্ছে সবাইকে বলতে বলতে যে আমি বেঁচে আছি।”

অভিনেতা জানান, এটি খুবই গুরুতর বিষয়। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং পুলিশ তাঁকে এফআইআর দায়েরের আশ্বাস দিয়েছে। পাশাপাশি অভিযুক্তকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

রাজা মুরাদ আরও বলেন, “শুধু আমি নই, অনেক তারকার জীবন নিয়েই এমন ভুয়া মৃত্যু সংবাদ ছড়ানো হয়। এটা অন্যায়, এদের শাস্তি হওয়া উচিত।”

উল্লেখ্য, রাজা মুরাদ হিন্দি, ভোজপুরি ও একাধিক ভাষার প্রায় ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। নব্বইয়ের দশকে খলনায়ক চরিত্রে ছিলেন দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে, ক্যামেরার আড়ালেই জীবন কাটাচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/itfl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন