English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
- Advertisement -

মেকআপের বাইরে ঘরোয়া মুহূর্তে জয়া

- Advertisements -

নাসিম রুমি: শীতের দুপুর মানেই নরম রোদ, জানালার পাশে বসে থাকা, আর একটু নিঃশ্বাস নেওয়ার অবসর। ঠিক এমন এক শীতদুপুরেই মেকআপহীন এক জয়া আহসান ধরা দিলেন সামাজিক মাধ্যমে— যেখানে নেই কোনো কৃত্রিম আলো, নেই গ্ল্যামারের চাপ; আছে শুধু স্বাভাবিকতা।

সাধারণত পর্দার ঝলমলে উপস্থিতি আর স্টাইল আইকন হিসেবে পরিচিত জয়া। কিন্তু এবারের ছবিগুলো যেন ভিন্ন এক গল্প বলে। রোদমাখা ত্বক, আলতো হাসি আর ঘরোয়া ভঙ্গিমায় ধরা পড়েছে তার একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো। ক্যাপশনে শুধু এক শব্দ— ‘শীতদুপুর’। ছোট্ট শব্দে বড় অনুভব।

আলো-ছায়ার খেলায় স্বচ্ছতা

ছবিগুলোতে দিনের আলোয় জয়ার মুখে কোনো সাজ নেই—তবু আছে প্রশান্তি। মেকআপ ছাড়াই যে সৌন্দর্য নিজস্ব হতে পারে, তা যেন নিঃশব্দে মনে করিয়ে দিলেন তিনি। যেখানে সৌন্দর্য মানে কেবল বাহ্যিক সাজ নয়, বরং নিজের সঙ্গে স্বচ্ছ থাকা।

ঘরোয়া জীবনের জানালা

এই মুহূর্তে ব্যস্ততার বাইরে নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন জয়া। পোষ্যদের সঙ্গে থাকা, ঘরোয়া খাবার, নিরিবিলি দিন—এসব ছোট ছোট দৃশ্যই উঠে এসেছে তার পোস্টে। ভক্তদের কাছে এ যেন পর্দার আড়ালের এক জয়া—যিনি তার মতো করেই জীবন উপভোগ করছেন।

আলোচনার মাঝেও আত্মবিশ্বাস

সাম্প্রতিক সময়ে পোশাক কিংবা নানা গুঞ্জন ঘিরে আলোচনায় ছিলেন অভিনেত্রী। কিন্তু এসবের মাঝেও নো-মেকআপ লুকে সামনে আসা যেন এক ধরনের আত্মবিশ্বাসী বক্তব্য—নিজেকে যেমন, তেমনভাবেই গ্রহণ করার সাহস।

সফলতার বছরে এক শান্ত বিরতি

২০২৫ সাল জয়া আহসানের জন্য ছিল কর্মব্যস্ত ও সফল। বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত একাধিক চলচ্চিত্র। সেই ব্যস্ততার ফাঁকে এই শীতদুপুরের পোস্ট যেন নিজের জন্য নেওয়া একটুখানি বিরতি—যেখানে কোনো চরিত্র নেই, আছে কেবল জয়া নিজে।

ঝলমলে আলো ছাড়াও যে সৌন্দর্য থাকে, সেটিই হয়তো সবচেয়ে গভীর। শীতের নরম রোদে মেকআপহীন জয়া আহসান ঠিক সেই কথাটাই মনে করিয়ে দিলেন— নীরবে, সহজভাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4xzc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন