English

28.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

মেয়ের সাফল্যে কাঁদলেন সাফা কবিরের মা

- Advertisements -

অভিনেত্রী সাফা কবির। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ তিন মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তার মা মিসেস জেসমিন কবির পেয়েছেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’।

রোববার (১২ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জেসমিন কবির। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মা দিবস উপলক্ষে এই সম্মাননা পেয়ে অনেক ভালো লাগছে। এখানে এসে অনেকের সাথে পরিচয় হলো। আমি দোয়া করি আমার মেয়ে যেন সামনে আরও ভালো কাজ করতে পারে। এগিয়ে যেতে পারে।

মায়ের সম্মাননা প্রাপ্তি নিয়ে এ সময় সাফা কবির বলেন, আজকের দিনটা কতটুকু স্পেশাল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। স্পেশালি থ্যাংকস টু আরটিভি এই দিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তোলার জন্য।

তিনি আরও বলেন, আমার মা যে স্বপ্নজয়ী সম্মাননা পেয়েছে এটা আসলে আমি কখনও ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কেমন লাগছে। আজকে আমি যা হয়েছি বা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আছি সেটার সম্পূর্ণ ক্রেডিট আমার মায়ের। শুধু মায়ের কথা বললেই হবে না, একইসঙ্গে আমার বাবারও। কারণ, আমি তাদের একমাত্র সন্তান।

তারা কখনই তাদের স্বপ্ন আমার ওপরে চাপিয়ে না দিয়ে বরং সবসময় স্বাধীনতা দিয়েছে যাতে আমার ইচ্ছে-শখ এবং স্বপ্ন পূরণ করতে পারি। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।

সাফা এ সময় আরও বলেন, আপনারা সবাই আমার ও আমার মায়ের জন্য দোয়া করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/72hr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন