English

30.1 C
Dhaka
শনিবার, আগস্ট ১৬, ২০২৫
- Advertisement -

মেলবোর্নে সেরা অভিনেতার সম্মান অভিষেকের, যা বললেন অমিতাভ

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের শাহেনশাহ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চন মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতা পুরস্কার জেতার পর প্রশংসায় ভরিয়ে দেন।

সামাজিক মাধ্যমে নিজের ব্লগে বিগবি ‘পরিবারের গর্ব ও সম্মান’ বলে অভিহিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিজেকে ‘ভীষণ গর্বিত বাবা’ আখ্যা দিয়ে অমিতাভ লিখেছেন, জয়ের আনন্দ যেমন বড়, তেমনই পুরস্কার জয়ের আনন্দও।

ছেলের প্রশংসায় পঞ্চমুখ বাবা অমিতাভ বচ্চন নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে সুখী বাবা’ বলেছেন। ম্যাগাজিনের কভারে অভিষেক বচ্চনের ছবিও শেয়ার করেছেন তিনি। ছেলের ছবি শেয়ার করে শাহেনশাহ লিখেছেন— পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি… অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।

এ বর্ষীয়ান অভিনেতা বলেন, তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।

অমিতাভ নিয়মিত অভিষেকের জন্য পোস্ট শেয়ার করে থাকেন সামাজিক মাধ্যমে। গত মাসে অভিষেক তার ‘কালীধর লাপাতা’ সিনেমার প্রশংসা পাওয়ায় বেশ কিছু নোট শেয়ার করেছিলেন অমিতাভ। তিনি লিখেছিলেন— অভিষেক ও ‘কালিধর লাপাতা’ সিনেমার প্রশংসার পাহাড় আসছে, যা আমার ছেলের জন্য গর্বে আমার হৃদয় ও মন ভরিয়ে দেয়…।

উল্লেখ্য, অভিষেক বচ্চনকে শেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমায়। যেখানে তিনি কালীধরের চরিত্রে অভিনয় করেছিলেন— একজন মধ্যবয়সি ব্যক্তি, যার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। আজীবন অনেক ধরনের ঘাত-প্রতিঘাত ও নীরব বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়াই করছেন। মধুমিতা পরিচালিত ‘কালীধর লাপাতা’ স্ট্রিমিং হচ্ছে জি ফাইভে। এতে আরও অভিনয় করেছেন দাইভিক ভাগেলা।

অন্যদিকে অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৭-র সঞ্চালনায় রয়েছেন। তাকে শেষ দেখা গিয়েছিল টিজে জ্ঞানভেল পরিচালিত ভেট্টাইয়াঁ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি এবং মঞ্জু ওয়ারিয়র।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y78x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন