English

31 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫
- Advertisement -

মেহজাবীনের অন্যরকম এক প্রথম জন্মদিন

- Advertisements -

নাসিম রুমি: এবারের জন্মদিনটা একেবারেই আলাদা। অন্যরকম অনুভূতি, অন্যরকম আয়োজন ঘিরে থাকবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে কেন্দ্র করে। কারণ বিয়ের পর প্রথম জন্মদিন পালন করবেন এবার। সম্প্রতি ভালোবেসে বিয়ে করেছেন তিনি নির্মাতা আদনান আল রাজীবকে। বেশ সুখে-উপভোগে কাটছে দুজনের দিনগুলো।

তার ভিড়ে রঙিন হয়ে উঠবে মেহজাবীনের আজকের দিনটা। ১৯ এপ্রিল এই লাস্যময়ী তারকার জন্মদিন। কেমন আয়োজন হচ্ছে বা বিশেষ প্ল্যান কি? ঘটা করে তেমন কিছু জানাননি অভিনেত্রী। চেয়েছেন দোয়া ও আশির্বাদ। কাজ ও সংসার নিয়ে যেন সময়গুলো কেটে যায়।

মেহজাবীন বলেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। জন্মদিন স্বামীর বাড়িতে কাটবে। তবে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করার ইচ্ছে আছে। সবাই আমাদের জন্য দোয় করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।’

মেহজাবিনের পৈত্রিক নিবাস চট্টগ্রামে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। রাত বারোটার পরে দেখেই ভক্ত শোভাকাঙ্খিদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

লাক্স তারকা হিসেবে পথচলা শুরু করা মেহজাবীন এক যুগের ক্যারিয়ার নিয়ে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী। ২০২৪ সালটা ছিল তার জন্য স্পেশাল। সে বছরই তিনি সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন। ব্যবসায়িক সাফল্য আসেনি, তবে অভিনেত্রী হিসেবে শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমায় তিনি নিজেকে প্রমাণ করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন