English

31.8 C
Dhaka
শনিবার, অক্টোবর ১১, ২০২৫
- Advertisement -

মোদিকে ‘র‍্যাম্প মডেল’ রূপে দেখতে চান কঙ্গনা

- Advertisements -

নাসিম রুমি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার ‘র্যাম্প মডেল’ রূপে দেখতে চাইলেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। বললেন, শুধু পোশাক-আশাকের জন্য নয়, ব্যক্তিত্ব ও আদব-কায়দার জন্যই ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করতে সক্ষম হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তার ভাষায়, র্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়ায় সাড়া ফেলতে পারবেন নরেন্দ্র মোদি। আর অভিনেত্রীর এমন দাবি শুনে হতবাক নেটিজেনরা।  সম্প্রতি দিল্লির একটি ফ্যাশন শোতে গিয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানে তিনি নিজেও একেবারে অন্য অবতারে র্যাম্পে হাঁটেন। ওই সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়— রাজনীতির জগৎ থেকে কে সবচেয়ে ভালো র্যাম্পে হাঁটতে পারবেন?

দুবার না ভেবেই কঙ্গনা রানাউত বলেন, অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। তিনি অসাধারণ হাঁটবেন র্যাম্পে। ওঁর স্টাইল অসাধারণ। প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে কঙ্গনা বলেন, সব কিছু নিয়েই খুব ওয়াকিফহাল থাকেন উনি। শুধুই রাজনীতি নিয়ে নয়, সমাজের সব কিছু নিয়ে অবগত। তাই আমি মনে করি, ফ্যাশন শোতে তিনি দারুণ ‘শো-স্টপার’ হতে পারেন।  সম্প্রতি দিল্লিতে পোশাকশিল্পী রাহুলের বিয়ের গহনা কেন্দ্র করে একটি ফ্যাশন শোতে যোগ দেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনিই ছিলেন ‘শো-স্টপার’।

অভিনেত্রী এ দিন পরেছিলেন আইভরি রঙের একটি এমব্রয়ডারি করা শাড়ি। সঙ্গে ভারি সোনার গহনা।  কঙ্গনাকে এ রূপে দেখে তার অনুরাগীদের মনে পড়ে ‘ফ্যাশন’ সিনেমাটির কথা। সেই সিনেমায় এক র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসা পেয়েছিল। বাস্তবেও বিভিন্ন ফ্যাশন শোতে হেঁটেছেন অভিনেত্রী। উল্লেখ্য, কঙ্গনা রানাউতের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইমার্জেন্সি’। এর পাশাপাশি রাজনীতির জগতেও ব্যস্ত অভিনেত্রী। ২০২৪ সালে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন কঙ্গনা রানউত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2i16
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন